ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

মুশফিক নাকি মাশরাফি, কাকে বিপদ থেকে বাঁচাবেন তামিম?

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৪০ ঘণ্টা, মে ২৪, ২০২০
মুশফিক নাকি মাশরাফি, কাকে বিপদ থেকে বাঁচাবেন তামিম?

মুশফিকুর রহিম আর মাশরাফি বিন মর্তুজা, দুজনের সঙ্গেই ভালো বন্ধুত্ব তামিম ইকবালের। মুশফিকের সঙ্গে সয়মভিত্তক দল থেকে আর মাশরাফির সঙ্গে জাতীয় দলে আগমনের পর বন্ধুত্ব। এক্ষেত্রে বিপদের মাঝে যেকোনো একজনকে বাঁচাতে হলে কাকে বাঁচোবেন তামিম?

করোনা ভাইরাসের কারণে ঘরে বসে অবসর সময় কাটানো তামিম ইকবাল বেশ কয়েকদিন ধরেই দেশি-বিদেশি ক্রিকেটারদের নিয়ে লাইভ আড্ডায় মেতে উঠছেন। শনিবার (২৩ মে) রাতে তামিম সেই আড্ডার ইতি টানেন মুশফিকুর রহিম, মাশরাফি বিন মর্তুজা ও মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে আড্ডা দিয়ে।

সেখানে মাহমুদ উল্লাহর এমন মজার এবং জটিল প্রশ্নের মুখে পড়তে হয় তামিমকে।

রিয়াদ তামিমকে জিজ্ঞেস করেন, একটা নৌকায় দুজন আছে, মাশরাফি ভাই আর মুশফিক। একজনকেই বাঁচাতে পারবি। কাকে বাঁচাবি?

এমন প্রশ্নে তামিম অবশ্য বেশ বিপাকেই পড়ে যান। কিছুক্ষণ চুপ থেকে তামিম উত্তর দেন মুশফিককে বাঁচাব।

তামিম কোনো উত্তর দিতে না চাইলেও মাহমুদ উল্লাহ তামিমকে উত্তর দেওয়ার জন্য চাপ দিয়ে বলেন, একটি নাম বলতেই হবে।

বাংলাদেশ সময়: ০৪৩৬ ঘণ্টা, মে ২৪, ২০২০
আরএআর/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।