ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

মোস্তাফিজেরও আহ্বান, ঈদে ঘরে থাকুন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০৩ ঘণ্টা, মে ২৫, ২০২০
মোস্তাফিজেরও আহ্বান, ঈদে ঘরে থাকুন মোস্তাফিজুর রহমান

বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের কারণে এবার পবিত্র ঈদুল ফিতর উদযাপনে নেই আনন্দের আমেজ। কঠিন এই সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঈদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি ঘরে থেকে পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে বলেছেন বাংলাদেশ জাতীয় দলের পেসার মোস্তাফিজুর রহমান। 

‘কাটার মাস্টার’ ঘরে ঈদের নতুন পাঞ্জাবি পরা এক ছবি তার অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, ‘সবাইকে ঈদ মোবারক। আল্লাহ আমাদের সকল ত্যাগ গ্রহণ করুন এবং শান্তির সঙ্গে আশীর্বাদ, সুখ এবং সমৃদ্ধি দান করুন।

ঘরে থাকুন এবং এ বিশেষ দিন পরিবারের প্রিয় সদস্যদের সঙ্গে উদযাপন করুন। ঈদুল ফিতর। ’ 

বাংলাদেশ সময়: ১৪০২ ঘণ্টা, মে ২৫, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।