ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

ইয়ান বিশপের দশক সেরা ওয়ানডে একাদশে সাকিব

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৪ ঘণ্টা, মে ২৮, ২০২০
ইয়ান বিশপের দশক সেরা ওয়ানডে একাদশে সাকিব সাকিব আল হাসান

ক্রিকেট থেকে অবসরের পর ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন ইয়ান বিশপ। ওয়েস্ট ইন্ডিজের সাবেক এ ফার্স্ট বোলার ক্রিকবাজের ‘ভয়েস অব ক্রিকেট’ নামের এক অনুষ্ঠানে গত এক দশকের সেরা ওয়ানডে একাদশ বেছে নিয়েছেন। 

তার এই একাদশে আছেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ৩৩ বছর বয়সী তারকাকে অলরাউন্ডার হিসেবে তালিকার ছয়ে রেখেছেন বিশপ।

বিশপের একাদশে ওপেনার হিসেবে আছেন রোহিত শর্মা ও ডেভিড ওয়ার্নার। অধিনায়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ভারতকে বিশ্বকাপ এনে দেওয়া ক্যাপ্টেন মহেন্দ্র সিং ধোনিকে। দক্ষিণ আফ্রিকান তারকা এবিডি ভিলিয়ার্স থাকলেও উইকেটরক্ষক হিসেবেও আছেন টিম ইন্ডিয়ার এ সাবেক অধিনায়ক।  

তবে বিশপের সেরা একাদশে জায়গা হয়নি নিজ দেশের কোনো ক্রিকেটারের। এমনকি নেই পাকিস্তানের কোনো তারকাও।

ইয়ান বিশপের দশক সেরা একাদশবিশপের দশক সেরা একাদশ: রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি, এবিডি ভিলিয়ার্স, রস টেইলর, সাকিব আল হাসান, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটরক্ষক), মিচেল স্টার্ক, ডেল স্টেইন, লাসিথ মালিঙ্গা ও রশিদ লতিফ।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, মে ২৮, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।