ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

অস্ট্রেলিয়ান সাবেক নারী ক্রিকেটার বিয়েলের প্রয়াণ

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, আগস্ট ১১, ২০২০
অস্ট্রেলিয়ান সাবেক নারী ক্রিকেটার বিয়েলের প্রয়াণ অস্ট্রেলিয়ান সাবেক নারী ক্রিকেটার বিয়েলের প্রয়াণ

চলে গেলেন অস্ট্রেলিয়ার সাবেক নারী ক্রিকেটার লোরনা বিয়েল। নি লারটা খ্যাত এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান ১৯৪৮ থেকে ১৯৫১ পর্যন্ত অজিদের হয়ে ৭টি টেস্ট খেলেছেন।

মৃত্যুর সময় তার বয়স হয়েছিল ৯৬ বছর।

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়েলিংটন টেস্টে বিয়েলের অভিষেক হয়েছিল। এটি ছিল দু’দেশের মধ্যকার নারী দলের প্রথম টেস্ট। তবে তিনি পরের ৬টি টেস্ট খেলেছেন চিরপ্রতিদ্বন্দ্বী ইংল্যান্ডের বিপক্ষে।

আর ১৯৫১ সালে ওভালে ইংলিশদের বিপক্ষে নিজের শেষ টেস্টটি খেলে তিনি। এই ম্যাচে ইংল্যান্ড জিতে সিরিজে ১-১ ব্যবধানে শেষ করে। যেখানে অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্টে ওরচেস্টারে ২ উইকেটে জয় পেয়েছিল।

ইংল্যান্ডে সেবারের নৌ-সফরেই বিয়েলের সঙ্গে তার হবু স্বামীর সাক্ষাত হয়। আর এই সফর শেষে অবসর নিয়ে বিয়ে করেছিলেন তিনি।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, আগস্ট ১১, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।