ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

শ্রীলঙ্কা সফর দিয়ে 'নতুন' শুরুর অপেক্ষা সৌম্যর

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৪ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২০
শ্রীলঙ্কা সফর দিয়ে 'নতুন' শুরুর অপেক্ষা সৌম্যর অনুশীলনে সৌম্য সরকার/ছবি: শোয়েব মিথুন

করোনা ভাইরাসের শঙ্কা পেছনে ফেলে জাতীয় দলের ক্রিকেটাররা ঈদের আগেই অনুশীলনে ফিরেছেন। ঈদের পরও অনুশীলনে ব্যস্ত সময় পার করেছেন মুশফিক-মাহমুদউল্লাহরা।

সামনে শ্রীলঙ্কা সিরিজ। করোনা বিরতির পর এই সিরিজ দিয়েই মাঠে নামবে টাইগাররা। ফলে অনুশীলনের গুরুত্বও অনেক বেশি।

দীর্ঘদিন পর অনুশীলনে ফিরলেও এখনও ব্যক্তিগত পর্যায় পর্যন্তই সীমাবদ্ধ আছে। দলীয় অনুশীলন না হওয়ায় খেলোয়াড়দের মধ্যে আগের সেই বোঝাপড়াটা ফিরিয়ে আনা একটু কঠিন হবে। কিন্তু আপাতত ক্রিকেট যে ফিরেছে সেটাকেই স্বস্তির কারণ হিসেবে দেখছেন টাইগার ব্যাটসম্যান সৌম্য সরকার। সেই সঙ্গে আসন্ন শ্রীলঙ্কা সফর দিয়ে সবকিছু আবার নতুন করে শুরু করার আশা এই বাঁহাতি ওপেনারের।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ব্যক্তিগত অনুশীলন শেষে সাংবাদিকদের সামনে এমন আশাবাদ ব্যক্ত করেন সৌম্য।

সৌম্য বলেন, ‘অবশ্যই স্বস্তির যে অন্তত খেলা শুরু হতে যাচ্ছে আমাদেরও। যখন খেলা দেখতাম ইংল্যান্ডের, তো খারাপ লাগতো অনেক যে আমরা কবে খেলবো। অবশ্য ভালোও লাগতো যে খেলা শুরু হয়েছে। এখন গতকাল শোনা গেল আমাদের ট্যুর কনফার্ম হয়েছে। এটা নিজের কাছে অনেক ভালো লাগছে। ’

করোনাকালে স্বাস্থ্য নিরাপত্তা একটা বড় ইস্যু। এ বিষয়টাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই মাঠে নামতে হচ্ছে দলগুলোকে। সৌম্যও মনে করেন সবার নিরাপত্তার স্বার্থে স্বাস্থ্য নিরাপত্তার জন্য যেসব নিয়ম চালু করা হয়েছে সেগুলো মেনে চলাই সবার জন্য ভালো হবে।  

তিনি বলেন, ‘সেফটি একটা বড় ইস্যু। দলও আমাদের একটা পরিবারের মতো। সবাই নিজেকে নিরাপদ রেখে কোয়ারেন্টিনে থাকতে হবে। যেসব নিয়ম থাকবে সেসব মেনেই মাঠে খেলতে নামাটা ভালো হবে বলে আমার কাছে মনে হয়। কারণ যে কোনো একজনের মধ্যে যদি চলে আসে বাকিরাও ভুক্তভোগী হবে। তাই আমার কাছে মনে হয় নিয়মটা মেনে চলাই ভালো। ’

করোনায় খেলাধুলা বন্ধ থাকায় নিজ নিজ বাড়িতে বসে থেকেই সময় কেটেছে ক্রিকেটারদের। এ সময়টা তার কেমন কেটেছে এমন প্রশ্নের জবাবে সৌম্য বলেন ‘অন্য সবদিক দিয়ে চিন্তা করলে ভালো, শুধু একটা দিক দিয়ে খারাপ কেটেছে। শুধু খেলাটা ছিল না। বাকি জিনিসটা, পরিবারকে সময় দিতে পেরেছি। প্রথম দিকে একটু খারাপ লাগতো, পরের দিকে মানিয়ে নিয়েছি। যদি খেলা থাকতো তাহলে আমার কাছে মনে হয় কোয়ারেন্টিনটা অনেক ভালো ছিল (হাসি)। ’

সৌম্য সরকার সর্বশেষ মাঠে নেমেছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে। সেই সিরিজে ব্যাট হাতে বেশ ভালো করেছিলেন সৌম্য। সেই ধারা বজায় রেখে শ্রীলঙ্কার বিপক্ষেও ভালো করতে চান তিনি। তবে লম্বা সময় বিরতির পর খেলায় ফেরার কারণে সবকিছু আবার নতুন করেই শুরু করতে হবে বলে মত তার, ‘সর্বশেষ খেলেছিলাম টি-টোয়েন্টি, জিম্বাবুয়ের বিপক্ষে। দুটোই ভালো ছিল। চেষ্টা করবো ওখান থেকেই নতুন করে শুরু করার। শ্রীলঙ্কায় খেলা হয়েছে দুই-তিনবারের বেশি। ’

এতদিন পর খেলায় ফেরার সুযোগ আসায় আনন্দ যেমন আছে, তেমনই দায়িত্বও আছে। তাই মাঠে নামাই বড় কথা নয়, ব্যক্তিগত ও দলীয় পারফরম্যান্সটাই আসল বলে মনে করেন সৌম্য, ‘শুধু খেললেই তো হবে না, নিজের পারফরম্যান্স, দলের পারফরম্যান্স সবই করতে হবে। যেহেতু খেলায় চলে আসছি শতভাগ নিয়েই নামতে হবে। ’

বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফর নিশ্চিত করা হয়েছে। আগামী ২৩ অথবা ২৪ সেপ্টেম্বর শ্রীলঙ্কা যাবে টাইগাররা। ২৪ অক্টোবর টেস্ট দিয়ে সিরিজ শুরু হবে।

বাংলাদেশ সময়: ১৭০৪ ঘণ্টা, আগস্ট ১৩, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।