ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

ক্রিকেট

করোনায় মারা গেলেন সাবেক ভারতীয় ক্রিকেটার চেতন চৌহান

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২০
করোনায় মারা গেলেন সাবেক ভারতীয় ক্রিকেটার চেতন চৌহান চেতন চৌহান

করোনা আক্রান্ত হয়ে ৭৩ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন সাবেক ভারতীয় ওপেনার চেতন চৌহান। শরীরের বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ ক্ষতিগ্রস্ত হওয়ায় লাইফ সাপোর্টে ছিলেন তিনি।

জুলাইয়ে কোভিড-১৯ টেস্টে পজিটিভ হন চৌহান। শনিবার (১৫ আগস্ট) শারীরিক অবস্থার অবনতি হয় তার। কিডনি ক্ষতিগ্রস্ত হওয়ায় গুরুগ্রামের এক স্থানীয় হাসপাতালের ভেন্টিলেটরে রাখা হয় তাকে। সেখানেই রোববার (১৬ আগস্ট) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

১২ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ৪০টি টেস্ট ও ৭টি ওয়ানডে খেলেছেন চৌহান। অবসরের পর তিনি ক্রিকেট নিয়ে কোচিংসহ বিভিন্ন ভূমিকায় অবতীর্ণ হন। দিল্লী ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের পরিচালক পদেও ছিলেন তিনি।

চৌহান দীর্ঘদিন ভারতীয় কিংবদন্তি ব্যাটসম্যান সুনীল গাভাস্কারের ওপেনিং সঙ্গী ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৯০৯ ঘণ্টা, আগস্ট ১৬, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।