ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

জুনিয়র টাইগারদের ক্যাম্পের পরিকল্পনা জানালেন ব্যাটিং কোচ অপি

স্পোর্টস করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২০
জুনিয়র টাইগারদের ক্যাম্পের পরিকল্পনা জানালেন ব্যাটিং কোচ অপি যুব দলের ব্যাটিং কোচ মেহরাব হোসেন অপি ও ক্রিকেটার রিহাদ খান

তিন ধাপে ক্রিকেটারদের করোনা পরীক্ষার পর বিকেএসপিতে শুরু হয়েছে প্রাধমিক অনূর্ধ্ব-১৯ দলের আবাসিক ক্যাম্প। রোববার (২৩ আগস্ট) থেকে শুরু হওয়া এই ক্যাম্প চলবে এক মাসের মতো।

 

সোমবার (২৪ আগস্ট) এক ভিডিও বার্তায় অনূর্ধ্ব-১৯ দলের ক্যাম্প কিভাবে পরিচালিত হবে সেটা জানিয়েছেন যুব দলের ব্যাটিং কোচ মেহরাব হোসেন অপি। ফিটনেস, স্কিল সব ধরনের অনুশীলন ধাপে ধাপে করা হবে বলে জানিয়েছেন, জাতীয় দলের সাবেক এই ব্যাটসম্যন। এরপরই অনুশীলন ম্যাচ খেলা হবে।  

অপি বলেন, ‘আমাদের এই ক্যাম্পটা তিনটি ভাগে ভাগ করা হয়েছে। প্রথমে আমরা স্কিল নিয়ে কাজ করছি ব্যাটসম্যান ও বোলারদের নিয়ে। নির্দিষ্ট স্কিল আছে, পেসারদের জন্য আলাদা স্কিল রাখা হয়েছে। পাঁচদিনের একটা স্কিল ট্রেনিং আছে। স্পিনারদের জন্যও একই, পাঁচ দিনের স্কিল প্রোগ্রাম থাকবে। ব্যাটসম্যানদের জন্যও তাই। পাঁচদিন পর আমরা সিদ্ধান্ত নিয়েছি নেটে যাব। যেখানে ব্যাটসম্যান ও বোলাররা নিজেদের দেখতে পাবে। নেটে আমরা ৮ দিন সময় পাবো। যেখানে ব্যাটসম্যান, বোলাররা নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাবে। ’

অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটাররাও বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ধন্যবাদ জানিয়েছেন তাদের অনুশীলনের সুযোগ করে দেওয়ার জন্য। এই সুযোগটাকে তারা কাজে লাগাতে চায়।

ক্রিকেটার রিহাদ খান বলেন, ‘বিসিবিকে ধন্যবাদ আমাদের এত সুন্দর একটা আয়োজন করে দেওয়ার জন্য। অনেকদিন বন্ধ ছিল, আমরা আবারও শুরু করেছি। একসঙ্গে অনুশীলন করা ভালো একটা জিনিস। এতদিন যে ভুলগুলো হয়েছে সেগুলো শুধরে নেওয়া যাবে। ’

আগামী ১৮ সেপ্টেম্বর শেষ হবে জুনিয়র টাইগারদের এই আবাসিক ক্যাম্প।

বাংলাদেশ সময়: ২১৩০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২০
আরএআর/ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।