ঢাকা, মঙ্গলবার, ১৫ শ্রাবণ ১৪৩১, ৩০ জুলাই ২০২৪, ২৩ মহররম ১৪৪৬

ক্রিকেট

ইনজুরিতে ছিটকে গেলেন জেসন রয়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৪ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২০
ইনজুরিতে ছিটকে গেলেন জেসন রয় জেসন রয়/ছবি: সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন ইনজুরিতে আক্রান্ত ইংলিশ ব্যাটসম্যান জেসন রয়।  

শুক্রবার (২৮ আগস্ট) থেকে ওল্ড ট্রাফোর্ডের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ইংল্যান্ড-পাকিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।

এই সিরিজকে সামনে রেখে অনুশীলনে নেমেছিলেন রয়। সেখানেই মাংসপেশিতে টান লাগে ৩০ বছর বয়সী ব্যাটসম্যানের।

বুধবার স্ক্যান করানোর পর বৃহস্পতিবার রয়কে সিরিজ থেকে বাদ দেওয়া হয়েছে। তবে পুনর্বাসন প্রক্রিয়ার সময়টুকু দলের সঙ্গেই থাকবেন এই টপ অর্ডার ব্যাটসম্যান।  

এদিকে পাকিস্তান সিরিজ শেষে আগামী ৪-১৬ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩টি টি-টোয়েন্টি ও সমান সংখ্যক ওয়ানডে ম্যাচের সিরিজ খেলবে ইংল্যান্ড। এই সিরিজেই রয়কে ফিরে পাওয়ার আশা করছে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

৯০টি ওয়ানডেতে ৯ সেঞ্চুরি ও ১৮ ফিফটি এবং ৩৫ টি-টোয়েন্টি ম্যাচে ৫টি ফিফটির মালিক রয়ের সাম্প্রতিক ফর্ম তেমন আহামরি নয়। গত মাসে আইরিশদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজেই রান খরায় ভুগেছেন তিনি।

বাংলাদেশ সময়: ১৭৩৪ ঘণ্টা, আগস্ট ২৭, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।