ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

ডাকাতের হামলায় মারা গেলেন সুরেশ রায়নার চাচা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২০
ডাকাতের হামলায় মারা গেলেন সুরেশ রায়নার চাচা

সময়টা মোটেও ভালো যাচ্ছে না সুরেশ রায়নার। ভারতীয় সাবেক এই ক্রিকেটার কিছুদিন আগেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেন।

তবে আইপিএলে খেলার জন্য সংযুক্ত আরব আমিরাতে নিজ দল চেন্নাই সুপার কিংসের সঙ্গে পৌঁছালেও করোনা ভাইরাস আতঙ্কে শেষ পর্যন্ত নিজের নাম প্রত্যাহার করে নেন।

এবার জানা গেল রায়নার চাচা একদল ডাকাতের হামলায় নিহত হয়েছেন। পাঞ্জাবের পাঠানকোটে ডাকাতের হামলার ঘটনায় তার চাচার পরিবারের অন্য সদস্যরাও আহত হন।

রায়নার চানা অশোক কুমার একজন সরকারি ঠিকাদার। স্থানীয় পুলিশ জানায়, এই ঘটনাটি গত ১৯ আগস্ট পাঞ্জাবের পাঠানকোটের থারিয়াল গ্রামে ঘটে। আর অশোক কুমারের বড় ভাই শ্যাম লাল নিশ্চিত করেছেন ইনিই ক্রিকেটার রায়নার চানা। আর শিগগিরই রায়না তার চাচার বাড়িতে যাবেন বলে আশা করা যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩১৩ ঘণ্টা, আগস্ট ৩০, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।