ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

ডমিঙ্গোর সহযোগিতা পাবেন সাকিব

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ২, ২০২০
ডমিঙ্গোর সহযোগিতা পাবেন সাকিব অনুশীলনের ফাঁকে ডমিঙ্গো ও সাকিব/ফাইল ছবি

সাকিব আল হাসানের নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হতে আর দুই মাসেরও কম সময় বাকি আছে। ফলে ক্রিকেটে ফেরা দেশ সেরা অলরাউন্ডারের জন্য এখন সময়ের ব্যাপার মাত্র।

তবে আনুষ্ঠানিকভাবে ক্রিকেটে ফেরার আগে নিজেকে প্রস্তুত করে নিতে চান সাকিব। এর এজন্য প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর কাছ থেকে সহযোগিতাও পাবেন তিনি।

মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) রাতে দেশে ফিরেছেন সাকিব। করোনা টেস্ট করিয়ে সোজা চলে যাবেন বিকেএসপিতে। সেখানেই ব্যক্তিগতভাবে শুরু করবেন অনুশীলন। এই সময়ে জাতীয় দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গো চাইলে সাকিবকে ব্যক্তিগতভাবে সহযোগিতা করতে পারবেন।

বুধবার (০২ সেপ্টেম্বর) সাংবাদিকদের একথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান।  

শুক্রবার (০৪ সেপ্টেম্বর) দক্ষিণ আফ্রিকা থেকে রওনা দেবেন প্রধান কোচ ডমিঙ্গো। সব কিছু ঠিক থাকলে তখন থেকেই অনুশীলন শুরু করবেন সাকিব। তবে এসময় গণমাধ্যমের প্রতি সাকিবকে নিয়ে নেতিবাচক সংবাদ পরিবেশন করা থেকে বিরত থাকার অনুরোধ জানান আকরাম খান, যাতে করে আকসুর কাছে নেতিবাচক কোনো বার্তা না পৌঁছায়।

আকরাম খান বলেন, 'আমাদের গাইডলাইন হবে ২৯ তারিখের পরে, তার আগে না। আপনারাও জানেন আইসিসি থেকে নিষেধাজ্ঞা আছে এবং আমি আপনাদের অনুরোধ করবো যেহেতু এখনো পর্যন্ত ওর সবকিছু ভালো আছে শেষের দিকে যেন কোনো কিছু তার বিরুদ্ধে না যায় আকসুর নিয়মানুসারে। সেটা একটু সেক্রিফাইস করবেন আর আনুষ্ঠানিকভাবে তার সাথে আমরা কাজ করবো ২৯ তারিখ থেকে। তার আগে আমাদের কোচ যদি তাকে সাহায্য করতে চায় সে কিন্তু ব্যক্তিগতভাবে গিয়ে করতে পারবে। '

আগামী ২৯ অক্টোবর থেকে সাকিব আবার আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারবেন সাকিব। সে সময়ই বাংলাদেশ দল শ্রীলঙ্কা সফরে থাকবে এবং তিন ম্যাচ সিরিজের একটি টেস্ট খেলেও ফেলবে। তাই দ্বিতীয় টেস্ট থেকে খেলবেন সাবেক অধিনায়ক।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০২, ২০২০
আরএআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।