ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

অ্যালকোহল কোম্পানির লোগোযুক্ত জার্সি পরে সমালোচনার মুখে বাবর আজম

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ৪, ২০২০
অ্যালকোহল কোম্পানির লোগোযুক্ত জার্সি পরে সমালোচনার মুখে বাবর আজম বাবর আজম

বর্তমানে ইংলিশ কাউন্টি ক্রিকেট ক্লাব সমারসেটের হয়ে খেলছেন বাবর আজম। ব্যাটে রানের দেখা পেলেও অন্য আরেক জায়গায় সমালোচনার মুখে পড়েছেন পাকিস্তানের সীমিত ওভারের অধিনায়ক।

 

বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর) ভাইটালিটি টি-টোয়েন্টি ব্লাস্ট টুর্নামেন্টে ৩৫ বলে ৪২ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন বাবর। কিন্তু ২৫ বছর বয়সী ব্যাটসম্যান সমলোচনার মুখে পড়েছেন এক অ্যালকোহল ব্রান্ডের লোগোযুক্ত জার্সি পরে।  

সমারসেটের জার্সির টাইটেল স্পন্সর ‘ট্রিবিউট’ নামের এক বিয়ার কোম্পানি। এই জার্সি পরে মাঠে নামায় সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচিত হয়েছেন বাবর।  

গত বছর বাবর এবং তার জাতীয় দলের সতীর্থ আজহার আলী সমারসেটের হয়ে খেলার সময় অ্যালকোহল কোম্পানির লোগোযুক্ত জার্সি পরতে অস্বীকার করেছিলেন। এক সোর্সের বরাতে ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকেট পাকিস্তান জানিয়েছে, ভুলে এবার বাবরের জার্সিতে এই লোগো রয়ে গেছে এবং শুক্রবার (০৪ সেপ্টেম্বর) পরের ম্যাচের আগে তা মুছে ফেলা হবে।  

অতীতে অনেক মুসলিম ক্রিকেটার অ্যালকোহল কোম্পানির লোগোযুক্ত জার্সি পরতে অস্বীকার করেছিলেন। দক্ষিণ আফ্রিকার সাবেক ক্রিকেটার হাশিম আমলা জাতীয় দলের হয়ে খেলার সময় অ্যালকোহল পণ্যের লোগোযুক্ত জার্সি পরতে অস্বীকার করায় ম্যাচ ফি বিসর্জন দিয়েছিলেন।  

বাংলাদেশ সময়: ১৭১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৪, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।