ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

বলে স্যানিটাইজার লাগিয়ে নিষিদ্ধ অজি পেসার

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৭ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২০
বলে স্যানিটাইজার লাগিয়ে নিষিদ্ধ অজি পেসার মিচ ক্লেডন

ম্যাচ চলাকালীন বলে হ্যান্ড স্যানিটাইজার লাগিয়ে নিষিদ্ধ হয়েছেন অস্ট্রেলিয়ার জন্ম নেওয়া ইংল্যান্ডের প্রথম শ্রেণির ক্রিকেটার ও কাউন্টি ক্লাব সাসেক্স তারকা মিচ ক্লেডন।

গত মাসে মিডলসেক্সের বিপক্ষে ম্যাচে এই কাণ্ড করে বসেন ৩৭ বছর বয়সী ডানহাতি মিডিয়াম পেসার।

করোনার এই সময়ে বলকে জীবানূমুক্ত করতে স্টেডিয়ামের আশেপাশে রাখা হয়েছে হ্যান্ড স্যানিটাইজার। ম্যাচের সময় বলকে উজ্জ্বল করতে তাই ব্যবহার করে বসেন ক্লেইডন। ম্যাচটিতে অবশ্য ৩ উইকেট নিয়েছিলেন তিনি।

বিষয়টি নিয়ে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) তদন্ত শুরু করেছে। তদন্ত চলাকালীন কোনো ম্যাচ খেলেতে পারবেন না ক্লেডন।

তার দল সাসেক্স তাদের অফিসিয়াল ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে জানিয়েছে, ‘মিডলসেক্সের বিপক্ষে ম্যাচের সময় বলে হ্যান্ড স্যানিটাইজার লাগানোর দায়ে মিচ ক্লেডনের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে ইসিবি এবং সময়টাতে তিনি ম্যাচে নিষিদ্ধ থাকবেন। ’ 

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০২০
ইউবি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।