ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

বুধবার থেকে ঢাকায় ফিরছে ক্রিকেটারদের অনুশীলন

স্পোর্টস করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৬, ২০২০
বুধবার থেকে ঢাকায় ফিরছে ক্রিকেটারদের অনুশীলন ফাইল ফটো

আগামী বুধবার (০৯ সেপ্টেম্বর) থেকে ঢাকার ক্রিকেটারদের বন্ধ হয়ে যাওয়া অনুশীলন আবার শুরু হচ্ছে। শ্রীলঙ্কা সিরিজকে সামনে রেখে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে আবারও অনুশীলনে ঘাম ঝরাবেন জাতীয় পুলের ক্রিকেটাররা।

রোববার (০৬ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমে একথা জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান। অনুশীলন করানোর সময় বেশ কয়েকজন সাপোর্টিং স্টাফ করোনা আক্রান্ত হওয়ায় শুক্রবার (০৪ সেপ্টেম্বর) থেকে তিনদিনের জন্য অনুশীলন স্থগিত করে বিসিবি।

আকরাম খান বলেন, ‘আপনারা জানেন আমাদের বেশ কয়েকজন সাপোর্টিং স্টাফের করোনা শনাক্ত হওয়ায় তিনদিন ক্রিকেটারদের অনুশীলন বন্ধ রেখেছিলাম। এর মেয়াদ আরও ২ দিন বাড়ানো হয়েছে। বুধবার থেকে আবার শুরু হবে। ’ 

ঢাকায় অনুশীলন বন্ধ থাকলেও ঢাকার বাইরে ছয়টি স্টেডিয়ামে ঠিকই ক্রিকেটারদের অনুশীলন চলছে।

বাংলাদেশ সময়: ১৯৪৫ ঘণ্টা, সেপ্টেম্বর ০৬, ২০২০
আরএআর/ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।