ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩১, ৩০ জুলাই ২০২৪, ২৩ মহররম ১৪৪৬

ক্রিকেট

এবার দিল্লী ক্যাপিটালস শিবিরে করোনার হানা

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২০
এবার দিল্লী ক্যাপিটালস শিবিরে  করোনার হানা .

করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন দিল্লী ক্যাপিটালসের সহকারী ফিজিও। রোববার (০৬ সেপ্টেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তিতে খবরটি নিশ্চিত করেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ফ্র্যাঞ্চাইজিটি।

ইতোমধ্যে ফিজিওকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছে এবং তিনি দলের কোনো সদস্যের সঙ্গে সংযোগে নেই বলে নিশ্চিত করেছে দ্য দিল্লী ক্যাপিটালস। তবে করোনা আক্রান্ত ফিজিও’র নাম প্রকাশ করা হয়নি।

ক্লাবটির ফিজিও স্বতন্ত্রভাবে এই সপ্তাহের শুরুতে আইপিএলের এবারের আয়োজক দেশ সংযুক্ত আরব আমিরাতে গিয়েছিলেন। তার আগে তিনি দু’বার করোনা টেস্ট করান এবং দু’বারের ফলাফল নেগেটিভ আসে। তবে তৃতীয়বারের ফল আসে পজিটিভ।  

দ্য ক্যাপিটালস আইপিএলের তৃতীয় দল, যাদের শিবিরে করোনা আক্রান্ত রোগী পাওয়া গেল। এর আগে সংযুক্ত আরব আমিরাত সফরের আগে রাজস্থান রয়্যালস এবং চেন্নাই সুপার কিংসের ক্যাম্পেও হানা দিয়েছিল কোভিড-১৯।  

এবারের আসরে দিল্লী তাদের প্রথম ম্যাচ খেলবে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে। ম্যাচটি হবে ২০ সেপ্টেম্বর, দুবাইয়ে।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।