ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে নেই বাটলার

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৪ ঘণ্টা, সেপ্টেম্বর ৭, ২০২০
অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ টি-টোয়েন্টিতে নেই বাটলার অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ের সময় বাটলার

অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান তিন টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে ৫৪ বলে ৭৭ রানের অপারাজিত ইনিংস খেলে ইংল্যান্ডকে জিতিয়েছেন জস বাটলার। কিন্তু দুর্দান্ত ফর্মে থাকা এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানকে সিরিজের শেষ ম্যাচে পাচ্ছে না ইংলিশরা।

গত ১০ সপ্তাহ ধরে পরিবার থেকে দূরে ছিলেন বাটলার। তার জন্য ইয়ন মরগান এবং কোচ ক্রিস সিলভারউডকে বাড়ি ফেরার কথা জানান ২৯ বছর বয়সী তারকা। দ্বিতীয় ম্যাচে ইংলিশদের জয় এনে দিয়ে জৈব সুরক্ষা ভেঙে পরিবারের সঙ্গে দেখা করেন তিনি।

যার কারণে বাটলারকে ছাড়াই মঙ্গলবার (০৮ সেপ্টেম্বর) অজিদের হোয়াইটওয়াশের পরিকল্পনা নিয়ে মাঠে নামবে মরগানের দল।

বাটলার ফের ইংলিশ শিবিরে ফিরবেন বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর)। এর একদিন পর শুক্রবার (১১ সেপ্টেম্বর) অস্ট্রেলিয়ার বিপক্ষে ওল্ড ট্রাফোর্ডে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ খেলতে নামবে ইংল্যান্ড।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, সেপ্টেম্বর ০৭, ২০২০
ইউবি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।