ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

করোনা নেগেটিভ মিঠুন-গিবসন

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২১ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২০
করোনা নেগেটিভ মিঠুন-গিবসন মোহাম্মদ মিঠুন ও ওটিস গিবসন

জাতীয় দলের ক্রিকেটার মোহাম্মদ মিঠুন ও পেস বোলিং কোচ ওটিস গিবসনের করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ এসেছে।

গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ঢাকায় ফেরেন টাইগারদের ক্যারিবীয় কোচ।

এরপর ক্রিকেটার ও সাপোর্টিং স্টাফদের করোনা পরীক্ষার ধারাবাহিকতায় বুধবার (০৯ সেপ্টেম্বর) মিঠুন ও গিবসনের নমুনা সংগ্রহ করা হয়।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বাংলানিউজকে মিঠুন ও গিবসনের করোনা ফলাফলের খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী।  

তিনি বলেন, 'মিঠুন ও গিবসনের করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ। এরপর এইচপি (হাই পারফরম্যান্স) দলের করোনা টেস্ট করানো হবে। ’

এর আগে করোনা পরীক্ষায় ক্রিকেটার সাইফ হাসান ও টাইগারদের প্রধান ট্রেনার নিক লি করোনায় আক্রান্ত হন।

বাংলাদেশ সময়: ১৬২১ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২০
আরএআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।