ঢাকা, মঙ্গলবার, ১৪ শ্রাবণ ১৪৩১, ৩০ জুলাই ২০২৪, ২৩ মহররম ১৪৪৬

ক্রিকেট

টাইগারদের ছেড়ে ম্যাকেঞ্জি এখন দ.আফ্রিকার

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৯ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২০
টাইগারদের ছেড়ে ম্যাকেঞ্জি এখন দ.আফ্রিকার নিল ম্যাকেঞ্জি

দক্ষিণ আফ্রিকার হাই পারফর্ম্যান্স দলের প্রধান ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক ব্যাটসম্যান নিল ম্যাকেঞ্জি। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দেশটির ক্রিকেট বোর্ড (সিএসএ) এই ঘোষণা দেয়।

 

৪৪ বছর বয়সী ম্যাকেঞ্জি এর আগে ২ বছর বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে গত মাসে করোনা ভাইরাসের সময় পরিবার থেকে দূরে থাকতে না চাওয়ার কারণ দেখিয়ে সেই দায়িত্ব থেকে থেকে অব্যাহতি নেন তিনি।

বাংলাদেশে আসার আগেও বছর খানেক দক্ষিণ আফ্রিকা দলে একই দায়িত্ব পালন করেছেন ম্যাকেঞ্জি। দ্বিতীয় দফায় একই পদে নিয়োগ পেয়ে তিনি বলেন, ‘বাংলাদেশে ২ বছর কাজ করেছি। তাদের সঙ্গে বিশ্বকাপেও গেছি। কোচ হিসেবে যথেষ্ট অভিজ্ঞতা সঞ্চয় করেছি এবং সর্বোচ্চটুকু দিয়ে ভাল কিছু করার চেষ্টা করবো। ’ 

দক্ষিণ আফ্রিকার ছেলে ও মেয়েদের অনূর্ধ্ব-১৯ দল এবং একাডেমির কাঠামোতে থাকা ক্রিকেটারদের নিয়ে তিনি কাজ করবেন ম্যাকেঞ্জি।  

বাংলাদেশ সময়: ১৯০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১০, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।