ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

ত্রিনবাগোকে শিরোপা জিতিয়ে এবার কেকেআরে আলী খান

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২০
ত্রিনবাগোকে শিরোপা জিতিয়ে এবার কেকেআরে আলী খান আলী খান

কাঁধের চোটের অস্ত্রোপাচার করাতে হচ্ছে হ্যারি গার্নিকে। ইংলিশ পেসারের পরিবর্তে আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) জন্য যুক্তরাষ্ট্রের ২৯ বছর বয়সী পেসার আলী খানকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)।

 

যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে আইপিএলে খেলবেন আলী। ২ দিন আগে ত্রিনবাগো নাইট রাইডার্সের জার্সিতে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) জিতেছেন তিনি।  

সেন্ট লুসিয়া জোক্সের বিপক্ষে ফাইনালে ৩.১ ওভারে ২৫ রান খরচ করে ২ উইকেট নেন আলী। আসরে ৮ ম্যাচে ৭.৪৩ ইকোনোমি রেটে তার শিকার ৮ উইকেট। ত্রিনবাগোও অপরাজিত চ্যাম্পিয়ন হিসেবে রেকর্ড চতুর্থতম সিপিএল শিরোপা ঘরে তুলেছে।  

কলকাতা নাইট রাইডার্স ও ত্রিনবাগো নাইট রাইডার্স একই মালিকাধীন গ্রুপের।  

বাংলাদেশ সময়: ১৩৫০ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।