ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

অনুশীলন থেকে দুই দিনের বিশ্রামে সাকিব

স্পোর্টস করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২০
অনুশীলন থেকে দুই দিনের বিশ্রামে সাকিব সাকিব আল হাসান

ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করায় এক বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে নিষিদ্ধ হন সাকিব আল হাসান। সেই নিষেধাজ্ঞার মেয়াদও প্রায় শেষের দিকে।

 

ক্রিকেটে ফিরতে ইতোমধ্যে বিকেএসপিতে অনুশীলনও শুরু করে দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্র থেকে ফিরে করোনা পরীক্ষা করিয়ে গত শনিবারে (৫ সেপ্টেম্বর) অনুশীলন করেছেন সাকিব। তবে অনুশীলন থেকে দু’দিনের বিরতি নিয়েছেন দেশ সেরা অলরাউন্ডার।  

শনিবার (১২ সেপ্টেম্বর) বাংলানিউজকে এ কথা জানিয়েছেন বিকেএসপির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আশরাফউজ্জামান। তিনি জানান, শুক্রবার ও শনিবার অনুশীলন করেননি সাকিব। রোববার (১৩ সেপ্টেম্বর) থেকে আবার অনুশীলন শুরুর কথা রয়েছে তার।

আশরাফউজ্জামান বলেন, ‘সাকিব দুই দিনের ছুটিতে গেছে। বৃহস্পতিবার অনুশীলন শেষে শুক্রবার ও শনিবার বিশ্রামে সাকিব। রোববার থেকে অনুশীলন করবে কিনা এটা বলা যাচ্ছে না। কারণ ওর অনুশীলনের সূচি সালাউদ্দিন ও ওর মধ্যে সীমাবদ্ধ। ’ 

বিকেএসপিতে সাকিব তার পুরনো দুই গুরু নাজমুল আবেদীন ফাহিম ও মোহাম্মদ সালাউদ্দিনের অধীনে অনুশীলন শুরু করেছেন।  

বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, সেপ্টেম্বর ১২, ২০২০
আরএআর/ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।