ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

দুর্নীতির অভিযোগে নিষিদ্ধ আমিরাতের ২ ক্রিকেটার

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২০
দুর্নীতির অভিযোগে নিষিদ্ধ আমিরাতের ২ ক্রিকেটার .

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) দুর্নীতি বিরোধী নিয়ম ভঙ্গের তাৎক্ষণিক প্রভাবে নিষিদ্ধ হয়েছেন সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুই ক্রিকেটার আমির হায়াৎ এবং আশফাক আহমেদ। তাদের বিরুদ্ধে পাঁচটি অপরাধের প্রমাণ পাওয়া গেছে।


 
এমিরেটস ক্রিকেট বোর্ড (এসিইউ) এর আগে ২০১৯ সালের অক্টোবরে টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের সময় আশফাক আহমেদকে নিষিদ্ধ করেছিল। তবে আনুষ্ঠানিক কোনো অভিযোগ দাযের করা হয়নি তখন।

উৎকোচ খোঁজা, গ্রহণ, প্রদান এবং তা এসিইউ’র কাছে গোপন করায় আমির ও আশফাক আইসিসির দুর্নীতি বিরোধী কোডের আর্টিকেল ২.১.৩, ২.৪.২, ২.৪.৩, ২.৪.৪ ও ২.৪.৫ ভঙ্গ করেন।  

এই দুই ক্রিকেটারকে আদালতে নিজেদের প্রতিক্রিয়া জানানোর জন্য ১৩ সেপ্টেম্বর থেকে ১৪ দিনের সময় দেওয়া হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২০
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।