ঢাকা, বৃহস্পতিবার, ২৫ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্রিকেট

আইপিএল: একইসঙ্গে দুই ভূমিকায় ফিরছেন ওয়ার্ন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২০
আইপিএল: একইসঙ্গে দুই ভূমিকায় ফিরছেন ওয়ার্ন ছবি: সংগৃহীত

৫১তম জন্মদিনে দারুণ এক উপহার পেলেন শেন ওয়ার্ন। বিশেষ এই দিনে কিংবদন্তি অজি লেগ স্পিনারকে পরামর্শক ও ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ দিয়েছে আইপিএলের ফ্র্যাঞ্চাইজি রাজস্তান রয়্যালস।

রোববার (১৩ সেপ্টেম্বর) এক টুইট বার্তায় বিষয়টি নিশ্চিত করেছে রাজস্তান রয়্যালস।  

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে শুরু হতে যাচ্ছে এবারের আইপিএল। এই আসরে রাজস্তানের হেড কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ডের সঙ্গে কাজ করবেন ওয়ার্ন। ম্যাকডোনাল্ডের সঙ্গে ২০০৩ থেকে ২০০৭ সাল পর্যন্ত অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে ভিক্টোরিয়ার হয়ে খেলেছেন তিনি।

২০০৮ সালে আইপিএলের অভিষেক আসরেই শিরোপা জিতে চমকে দিয়েছিল রাজস্তান। ওই আসরে রাজস্তানের নেতৃত্বে ছিলেন শেন ওয়ার্ন। শুধু কি তাই, নেতৃত্ব দেওয়ার পাশাপাশি কোচের ভূমিকাতেও দেখা গেছে তাকে। ২০১১ সালের আসর দিয়ে আইপিএল ও পেশাদার ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানেন তিনি।  

বাংলাদেশ সময়: ২১২৮ ঘণ্টা, সেপ্টেম্বর ১৩, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।