ঢাকা, সোমবার, ১৪ শ্রাবণ ১৪৩১, ২৯ জুলাই ২০২৪, ২২ মহররম ১৪৪৬

ক্রিকেট

দ্বিতীয় ধাপের করোনা টেস্টের প্রথম দিনে সবাই নেগেটিভ 

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২০
দ্বিতীয় ধাপের করোনা টেস্টের প্রথম দিনে সবাই নেগেটিভ  পেসার রুবেল হোসেনের নমুনা সংগ্রহ করার দৃশ্য/ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কা সফরকে সামনে রেখে ক্রিকেটারদের দ্বিতীয় ধাপে করোনা পরীক্ষার প্রথম দিন যাদের নমুনা সংগ্রহ করা হয়েছিল, তাদের সবার রেজাল্ট নেগেটিভ এসেছে।  

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) করোনা পরীক্ষার জন্য ১৮ জন ক্রিকেটারের নমুনা সংগ্রহ করা হয়েছিল।

শনিবার (১৯ সেপ্টেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে ক্রিকেটারদের করোনা পরীক্ষার ফলাফল জানিয়ে দেওয়া হয়। আজ করোনা পরীক্ষার জন্য আরও ৯ জন ক্রিকেটারের নমুনা সংগ্রহ করা হয়েছে।

করোনা নেগেটিভ সকল ক্রিকেটার রোববার (২০ সেপ্টেম্বর) টিম হোটেল সোনারগাঁওয়ে উঠবেন। এরপর আরও দুইবার ক্রিকেটারদের করোনা টেস্ট করানো হবে।

এর আগে গত ৭ ও ৮ সেপ্টেম্বর প্রথম ধাপে ক্রিকেটারদের করোনা পরীক্ষা করা হয়। তখন ওপেনার সাইফ হাসান ও ফিটনেস ট্রেনার করোনা পজিটিভ হয়েছিলেন।

বাংলাদেশের শ্রীলঙ্কা সফর এখনো নিশ্চিত করা হয়নি। তবে এই সফরের প্রস্তুতি হিসেবে পূর্ব পরিকল্পনা অনুযায়ী বিসিবি সব কার্যক্রম শুরু করে দিয়েছে।  

বাংলাদেশ সময়: ১৯৫৬ ঘণ্টা, সেপ্টেম্বর ১৯, ২০২০
আরএআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।