ঢাকা, বুধবার, ২৩ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ক্রিকেট

১২ লাখ রুপি জরিমানা গুনছেন কোহলি

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২০
১২ লাখ রুপি জরিমানা গুনছেন কোহলি বিরাট কোহলি

স্লো ওভার-রেটের জন্য ১২ লাখ রুপি জরিমানা গুনছেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর অধিনায়ক বিরাট কোহলি। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুবাইয়ে কিংস ইলেভেন পাঞ্জাবের বিপক্ষে ম্যাচে এই অপরাধ করেন ভারতীয় ব্যাটসম্যান।

 

দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টসে জিতে ফিল্ডিংয়ে নেমে শুরুতে তিনি বোলিংয়ে আনেন দলের তিন পেসার ডেল স্টেইন, উমেশ যাদব এবং নবদ্বীপ সাইনিকে। ম্যাচটির প্রথম ইনিংস শেষ হতে লাগে এক ঘণ্টা ৫১ মিনিট।  

আরসিবি ইনিংস শেষ করে নির্দিষ্ট সময়ের চেয়ে বেশি সময় নিয়ে। যার দায় বর্তেছে কোহলির ওপর। আইপিএলের কোড অব কন্ডাক্টের সর্বনিম্ন ওভার-রেটের নিয়ম ভেঙে চলতি আসরে প্রথম অপরাধ করে আরসিবি। যার ফলে কোহলিকে ১২ লাখ রুপি জরিমানা করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫১৩ ঘণ্টা, সেপ্টেম্বর ২৫, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।