ঢাকা, সোমবার, ১৫ পৌষ ১৪৩১, ৩০ ডিসেম্বর ২০২৪, ২৭ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

তিন দলের ওয়ানডে টুর্নামেন্টের জন্য বিসিবির দল ঘোষণা 

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২১ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২০
তিন দলের ওয়ানডে টুর্নামেন্টের জন্য বিসিবির দল ঘোষণা  ছবি: শোয়েব মিথুন

আগামী ১১ অক্টোবর থেকে শুরু হবে তিন দলের ওয়ানডে সিরিজ। জাতীয় ছাড়াও এইচপি দলের ক্রিকেটাররা এই টুর্নামেন্টে খেলবেন।

তিনটি দল নিয়ে শুরু হবে এই টুর্নামেন্ট। এই টুর্নামেন্টের জন্য দলও ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মঙ্গলবার তিন দলের নাম ঘোষণা করে বিসিবি।  দলগুলোর নাম দেওয়া হয়েছে তিন অধিনায়কের নামে। তামিম ইকবাল, মাহমুদউল্লাহ রিয়াদ ও নাজমুল হোসেন শান্ত এই তিন দলের নেতৃত্ব দেবেন।  

লিগ পদ্ধতিতে প্রত্যেক দল একে অন্যের বিপক্ষে দুইবার করে খেলবে। ১৩, ১৫, ১৭, ১৯ ও ২১ অক্টোবর হবে ম্যাচগুলো। শীর্ষ দুই দল ফাইনাল খেলবে ২৩ অক্টোবর।  

মিরপুরে সবগুলো ম্যাচ শুরু হবে দুপুর ১টা ৩০মিনিটে।  

তিন দলের টুর্নামেন্টের স্কোয়াড

তামিম একাদশ
তামিম ইকবাল (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোসাদ্দেক হোসেন সৈকত, মোহাম্মদ মিঠুন, শাহাদাত হোসেন দিপু, ইয়াসির আলী চৌধুরী, আকবর আলী, আনামুল হক বিজয়, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, সৈয়দ খালেদ আহমেদ, শরিফুল ইসলাম, এসকে মাহাদী হাসান, তাইজুল ইসলাম, মিনহাজুল আবেদীন আফ্রিদি।  

স্ট্যান্ডবাই: শফিকুল ইসলাম, মাহিদুল, মেহেদী হাসান রানা

মাহমুদউল্লাহ একাদশ
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, লিটন কুমার দাস, মুমিনুল হক, মাহমুদুল হাসান, নুরুল হাসান সোহান, সাব্বির রহমান, ইমরুল কায়েস, হাসান মাহমুদ, এবাদত হোসেন, রুবেল হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরী নিপুণ, মেহেদী হাসান মিরাজ, রাকিবুল হাসান, আমিনুল ইসলাম বিপ্লব।  

স্ট্যান্ডবাই: আবু হায়দার রনি, সানজামুল ইসলাম, হাসান মুরাদ।

নাজমুল একাদশ
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, আফিফ হোসেন ধ্রুব, মুশফিকুর রহিম, তৌহিদ হৃদয়, ইরফান শুক্কুর, পারভেজ হোসেন ইমন, তাসকিন আহমেদ, মোহাম্মদ আল-আমিন হোসেন, আবু জায়েদ রাহি, মুকিদুল ইসলাম মুগ্ধ, নাঈম হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন।  

স্ট্যান্ডবাই: সুমন খান, শাদমান ইসলাম, তানভীর ইসলাম।  

বাংলাদেশ সময়: ২০২১ ঘণ্টা, অক্টোবর ০৬, ২০২০
আরএআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।