ঢাকা, শনিবার, ১৩ পৌষ ১৪৩১, ২৮ ডিসেম্বর ২০২৪, ২৫ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

পারফম্যান্স দিয়ে দেশের নাম উজ্জ্বল করতে চাই: সালমা

স্পোর্টস করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৩ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২০
পারফম্যান্স দিয়ে দেশের নাম উজ্জ্বল করতে চাই: সালমা সালমা খাতুন। ফাইল ফটো

আগামী ০৪ নভেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতের শারজাতে শুরু হবে নারী আইপিএল। এই আসরে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন টাইগ্রেস অলরাউন্ডার সালমা খাতুন।

 

টাইগ্রেস টি-টোয়েন্টি দলপতি খেলবেন সুপারনোভাস ট্রেইলব্লেজার্সের হয়ে। আর প্রথম আসরে খেলে নিজের পারফরম্যান্স দিয়েই দেশের নাম উজ্জ্বল করতে চান তিনি।

শনিবার (১৭ অক্টোবর) বাংলানিউজকে এমনটাই জানিয়েছেন সালমা খাতুন। তিনি মনে করেন, এই আইপিএলে খেলাটা তার ক্যারিয়ারের জন্য বড় ইতিবাচক দিক। বড় বড় ক্রিকেটারদের সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করাটাও বড় অর্জন মনে করেন সালমা।  

সালমা বলেন, 'হ্যাঁ, অবশ্যই জাহানারা প্রথমবার খেলেছে আর দ্বিতীয়বার আমার নাম আসছে। ভালো লাগছে। ক্যারিয়ারের জন্য এটা অবশ্যই ভাল দিক, ওখানে খেলতে গেলে অনেক কিছু জানতে পারবো, অনেক কিছু শিখতে পারবো। অনেক বেশি ক্রিকেটার থাকবে। তাই অনেক কিছু শেখার আছে যেটা আমার ক্যারিয়ারের জন্য হেল্পফুল হবে। '

তিনি আরও বলেন, 'একটা বড় আসরে খেলতে চাই বাংলাদেশের হয়ে। অবশ্যই ড্রেসিংরুমে চাইবো সবার সঙ্গে মিলেমিশে থাকতে। আমরা বাংলাদেশ দলের দু’জন যাচ্ছি। যাতে ড্রেসিংরুমে প্রশংসাটাই থাকে, এই জিনিসগুলো শিখে আসতে পারলে আমাদের বাংলাদেশের মেয়েদের জন্য হেল্পফুল হবে। কারণ আমরা যেটা দেখে আসবো সেটা এসে যখন আমদের দেশের মেয়েদের সঙ্গে শেয়ার করবো, যে এভাবে চললে আমদের জন্য ভাল হবে। '

নিজের লক্ষ্যের কথা বলতে গিয়ে সালমা বলেন, 'অলরাউন্ডার হিসেবে অবশ্যই আমার পারফরম্যান্স সে রকম রাখতে হবে যাতে আমাদের দেশের নামটা উজ্জ্বল করে আসতে পারি। পারফরম্যান্সটাও যাতে ভালো করতে পারি। যাতে পরের বছরেও ডাক পাই। আমি যেহেতু আলরাউন্ডার সেহেতু সব বিভাগেই ভাল করার জন্য আমি প্রস্তুতি নিচ্ছি। আর একটা দলের হয়ে যেহেতু খেলছি সেহেতু অবশ্যই চাইবো দলকে কিছু দিতে। আর দলকে কিছু দিতে পারলে ভাল লাগবে। দলকে কিছু দিতে পারছি, এটাই লক্ষ্য থাকবে। আর আমি যেহেতু অলআউন্ডার, যখনই সুযোগ পাবো ব্যাটিংয়ে কিংবা বোলিংয়ে, আমি আমার সেরা দিয়ে দলকে কিছু দেওয়ার চেষ্টা করব। আর সবচেয়ে বড় কথা হলো, ভাল কিছু করতে চাই যাতে বাংলাদেশের নামটা উজ্জ্বল হয়। '

আগামী ২১ অক্টোবর জাহানার আলমের সঙ্গে আইপিএল খেলতে সংযুক্ত আরব আমিরাতের উদ্দ্যেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে সালমা খাতুনের।

বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, অক্টোবর ১৭, ২০২০
আরএআর/ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।