ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বাটলার ঝড়ে উড়ে গেল চেন্নাই

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪১ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২০
বাটলার ঝড়ে উড়ে গেল চেন্নাই

জস বাটলারের বিধ্বংসী ব্যাটে ভর করে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ৭ উইকেটের বড় জয় তুলে নিয়েছে রাজস্থান রয়্যালস। আর এ জয়ে পয়েন্ট টেবিলের পাঁচে উঠে এসেছে রাজস্থান।

তবে হেরে যাওয়া মাহেন্দ্র সিং ধোনির দল তলানিতে নেমে গেছে।

আইপিএলের ৩৭তম ম্যাচে আবুধাবিতে প্রথমে ব্যাট করা চেন্নাই মন্থর গতিতে রান তোলে। শেষ পর্যন্ত দলটি নির্ধারিত ওভার শেষে ৫ উইকেট হারিয়ে ১২৫ রান করে। দলের হয়ে সর্বোচ্চ ৩০ বলে ৩৫ করে অপরাজিত থাকেন রবীন্দ্র জাদেজা। ২৮ বলে সমান ২৮ রান করে রান আউট হন অধিনায়ক ধোনি।

রাজস্থান বোলারদের মধ্যে জোফরা আর্চার, কার্তিক ত্যাগী, শ্রেয়াস গোপাল ও রাহুল তেওয়াটিয়া একটি করে উইকেট নেন।

১২৬ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে রাজস্থানের শুরুটাও অবশ্য ভালো হয়নি। দলীয় ২৮ রানে টপঅর্ডারের ৩ উইকেট হারায় তারা। তবে চতুর্থ উইকেট জুটিতে ৯৮ রান তুলে জয় নিশ্চিত করেন স্টিভেন স্মিথ ও জস বাটলার। বেশ আক্রমণাত্মক থাকা বাটলার ৪৮ বলে ৭টি চার ও ২টি ছক্কায় ৭০ রান করে অপরাজিত থাকেন। ২৬ রান করেন দলনেতা স্মিথ।

চেন্নাই বোলার দীপক চাহার ২টি ও জস হ্যাজেলউড একটি উইকেট দখল করেন।

দারুণ ব্যাট করার সুবাদে ম্যাচ সেরা নির্বাচিত হন বাটলার।

বাংলাদেশ সময়: ০৯৪০ ঘণ্টা, অক্টোবর ২০, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।