ঢাকা, সোমবার, ১৪ শ্রাবণ ১৪৩১, ২৯ জুলাই ২০২৪, ২২ মহররম ১৪৪৬

ক্রিকেট

আইপিএল থেকে ছিটকে গেলেন ব্রাভো

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২০
আইপিএল থেকে ছিটকে গেলেন ব্রাভো

আইপিএল ২০২০ থেকে ছিটকে গেলেন চেন্নাই সুপার কিংসের অলরাউন্ডার ডোয়েন ব্রাভো। ক্রিকইনফোকে এমন তথ্য নিশ্চিত করেছেন সুপার কিংসের প্রধান নির্বাহী কাসি বিশ্বনাথ।

তিনি জানান, ব্রাভো ডানপায়ের কুঁচকির চোটে গ্রেড ওয়ান টিয়ারে ভুগছেন।

ফলে বৃহস্পতিবার (২২ অক্টোবর) সংযুক্ত আরব আমিরাত ত্যাগ করবেন এই ক্যারিবিয়ান তারকা।

গত ১৭ অক্টোবর দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে চেন্নাই ম্যাচ চলাকালীন ইনজুরিতে পড়েন ব্রাভো। পরে সে ম্যাচে নিজের চার ওভারের মধ্যে তিন ওভার করতে পারেন তিনি। সে ম্যাচে তার ২০তম ওভার করার কথা ছিল। যেখানে দিল্লির জয়ের জন্য ১৭ রান দরকার ছিল। তবে তার পরিবর্তে স্পিনার রবীন্দ্র জাদেজাকে বল দেওয়া হলে, সেখান থেকে অক্ষর প্যাটেল যথাক্রমে ৬, ৬, ২ ও ৬ নিয়ে জয় দিল্লির জয় নিশ্চিত করেন।

সোমবার চেন্নাই নিজেদের পরবর্তী ম্যাচে রাজস্থান রয়্যালসের বিপক্ষে মাঠে নামে, তবে সে ম্যাচ খেলতে পারেননি ডানহাতি ব্রাভো।

এই মৌসুমের শুরু থেকেই অবশ্য ব্রাভো চোটে ভুগছিলেন। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে হাঁটুর চোটে পড়া এই ৩৭ বছর বয়সী তারকা চেন্নাইর শুরু দিকে ছিলেন না। তিনি এখন পর্যন্ত মাহেন্দ্র সিং ধোনির দলের ১০ ম্যাচের মধ্যে ৬টিতে খেলেছেন। এসময় তিনি ৮.৫৭ ইকোনোমিতে ৬টি উইকেট নিয়েছেন। তবে সেভাবে ব্যাটিংয়ের সুযোগ পাননি।

বাংলাদেশ সময়: ১৫৫১ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২০
এমএমএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।