ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

আইপিএল খেলতে ঢাকা ছাড়লেন জাহানারা-সালমা

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২০
আইপিএল খেলতে ঢাকা ছাড়লেন জাহানারা-সালমা

নারী আইপিএল খেলতে সংযুক্ত আরব আমিরাতে উদ্দেশে রওয়ানা হয়েছেন বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের দুই ক্রিকেটার জাহানারা আলম ও সালমা খাতুন। বুধবার (২১ অক্টোবর) সকালে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে ঢাকা ছাড়েন তারা।

বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বিমানবন্দর সমন্বয়ক ওয়াসিম খান।

এবারের আইপিএলের আসরে টাইগ্রেস টি-টোয়েন্টি দলপতি সালমা খাতুন প্রথমবাররে মতো সুযোগ পেয়েছেন। সালমা সুপারনোভাস ট্রেইলব্লেজার্সের হয়ে মাঠে নামবেন । আর জাহানারা দ্বিতীয়বাররে মতো খেলবেন ভেলোসিটির জার্সি গায়ে।

আগামী ০৪ নভেম্বর থেকে শারজাহতে শুরু হবে টি-টোয়েন্টি চ্যালেঞ্জ লিগ খ্যাত নারী আইপিএল। শেষ হবে ০৯ নভেম্বর।

বাংলাদেশ সময়: ১৭২১ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২০
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।