ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

প্রীতি ম্যাচে অংশ নিতে ফরিদপুরে ক্রিকেট তারকারা

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২০
প্রীতি ম্যাচে অংশ নিতে ফরিদপুরে ক্রিকেট তারকারা

ফরিদপুর: ফরিদপুরের শেখ জামাল স্টেডিয়ামে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মরণে এক প্রীতি ক্রিকেট ম্যাচে অংশ নিতে জাতীয় দলের প্রথম সারির কয়েকজন ক্রিকেটার ফরিদপুরে অবস্থান করছেন।

আন্তর্জাতিক কিংবা বিভাগীয় স্টেডিয়াম ছাড়া যাদের পা পড়ে না, সেই তারকারা ফরিদপুর জেলা স্টেডিয়ামে প্রীতি ম্যাচ খেলতে আসছেন, এমন খবরে ফরিদপুরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে আনন্দ উৎসব শুরু হয়ে গেছে।

শনিবার (২৪ অক্টোবর) সকালে শেখ জামাল স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে প্রীতি ম্যাচের উদ্বোধন করা হয়েছে। তবে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে খেলা মাঠে গড়ায়নি। আবহাওয়া অনুকূলে এলে খেলা শুরুর কথা জানিয়েছেন ম্যাচের আয়োজক ফরিদপুর ক্রিকেট একাডেমির আহবায়ক ও বাংলাদেশ দলের সাবেক তারকা পেসার তালহা জুবায়েরের বড় ভাই কে এইচ নাজমুস সাকিব তন্ময়।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান শামসুল হক ভোলা মাষ্টার, পুলিশ সুপার মো. আলিমুজ্জামান, ক্রীড়া সংগঠক মোসলেম উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রীতি ক্রিকেট লড়াইয়ে ডমিনেটরস টিম ও ফরিদপুর ক্রিকেট একাডেমির সঙ্গে দুটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে।  

প্রীতি ম্যাচে ডমিনেটরস টিমের হয়ে অংশগ্রহণ করবেন নাঈম ইসলাম, শামসুর রহমান, মার্শাল আইয়ুব, সোহরাওয়ার্দী শুভ, ইলিয়াস সানী, আলাউদ্দিন বাবু, তানভীর হায়দার, সৈকত আলী, যুবায়ের লিখন, মেহদী রানা, জসিম উদ্দিন, কাজী কামরুল, সায়েম চৌধুরী, মোহিউদ্দিন মোহাম্মাদ।

অন্যদিকে ফরিদপুর ক্রিকেট একাডেমির পক্ষে লড়বেন নির্জন, শিবলী, আরাফাত সানী, আসিফ, সিফাত, পার্থিব, উওম, রনী, সায়েম, সবুজ, রাজীন, আবিদ, রফিকুল, সুজন ও মঞ্জুর।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, অক্টোবর ২৪, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।