ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ভারতের বিপক্ষে সীমিত ওভারের সিরিজে অজি দলে গ্রিন

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২০
ভারতের বিপক্ষে সীমিত ওভারের সিরিজে অজি দলে গ্রিন ক্যামেরন গ্রিন

প্রথমবারের মতো অস্ট্রেলিয়া দলে ডাক পেলেন ব্যাটিং অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। আসছে নভেম্বর-ডিসেম্বেরে ঘরের মাঠে ভারতের বিপক্ষে সীমিত ওভারের দুটি ভিন্ন সিরিজের জন্য ঘোষিত ১৮ সদস্যের দলে সুযোগ পেলেন তিনি।

এছাড়া দলে ফিরলেন অভিজ্ঞ অলরাউন্ডার মইসেস হেনরিকেস। তবে চোটগ্রস্ত মিচেল মার্শকে মেডিক্যাল স্টাফদের পরামর্শে স্কোয়াডের বাইরে রাখা হয়েছে।

গত সিরিজের পর দলে এছাড়াও সুযোগ পাননি নাথান লায়ন, জস ফিলিপ, রিলে মেরেডিথ ও অ্যান্ড্রু টাইয়ের মতো তারকারা।

আগামী ২৭ নভেম্বর তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে খেলবে দু’দল। আর সমান ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ৪ ডিসেম্বর থেকে।

অস্ট্রেলিয়ার সাদা বলের দল: অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), সেন অ্যাবট, অ্যাশটন অ্যাগার, অ্যালেক্স ক্যারি, প্যাট কামিন্স (সহ-অধিনায়ক), ক্যামেরন গ্রিন, জশ হ্যাজলউড, মইসেস হেনরিকেস, মার্নাস লাবুশানে, গ্লেন ম্যাক্সওয়েল, ড্যানিয়েল স্যামস, কেন রিচার্ডসন, স্টিভেন স্মিথ , মিচেল স্টার্ক, মার্কাস স্টোইনিস, ম্যাথিউ ওয়েড, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জাম্পা।

বাংলাদেশ সময়: ১০৫৯ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।