ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশ পর্যবেক্ষণ শেষে খুশি উইন্ডিজ পর্যবেক্ষক দল

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২, ২০২০
বাংলাদেশ পর্যবেক্ষণ শেষে খুশি উইন্ডিজ পর্যবেক্ষক দল পর্যবেক্ষণ শেষে সন্তোষ প্রকাশ করেছেন উইন্ডিজ পর্যবেক্ষক দল। ছবি: শোয়েব মিথুন

আগামী জানুয়ারি মাসে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দলের। আর এই সফরকে সামনে রেখে করোনা প্রতিরোধে বাংলাদেশের গৃহীত ব্যবস্থা পর্যবেক্ষণ করতে ঢাকায় এসেছেন দুই সদস্যের পর্যবেক্ষক দল।

পর্যবেক্ষণ শেষে তারা বাংলাদেশের এই সার্বিক নিরাপত্তা নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন।

বুধবার (০২ ডিসেম্বর) মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে একথা জানান পর্যবেক্ষক দলের সদস্য উইন্ডিজ ক্রিকেটের মেডিক্যাল প্যানেলের সদস্য ও বোর্ড পরিচালক ড. অক্ষয় মানসিং ও ক্রিকেট বোর্ডের নিরাপত্তা ম্যানেজার পল স্লোয়ি। এসময় তারা জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদেরকে যে পরিকল্পনার কথা জানিয়েছিল সেটার সঙ্গে পুরোপরি মিল রয়েছে।

করোনা প্রতিরোধের ব্যবস্থা নিয়ে মেডিক্যাল প্যানেলের সদস্য অক্ষয় মানসিং বলেন,  'বিসিবি আমাদেরকে প্রোটোকলসমূহের যে বর্ণনা দিয়েছে, সেগুলো অত্যন্ত গভীর চিন্তার পরিচয় দেয় এবং যেহেতু আমাদের আসার আগে তাদের তিনটি টুর্নামেন্ট হয়েছে এবং একটি হচ্ছে, সুতরাং তারা অভ্যস্ত। ঢাকা এবং চট্টগ্রামে আমরা যা দেখেছি তা নিয়ে আমরা সন্তুষ্ট। এখানে সুযোগ-সুবিধা দারুণ, কোভিড প্রোটোকল অত্যন্ত স্পষ্ট এবং নিখুঁত। যে হাসপাতাল এবং হোটেলগুলোয় আমরা গিয়েছি, সেগুলোর আচরণ ও কাজ কোভিড-১৯ এর জন্য সুপারিশ করা আন্তর্জাতিক মানের সাথে সামঞ্জস্যপূর্ণ। সুতরাং স্বাস্থ্যগত দিক থেকে আমরা খুবই খুশি। '

অন্যদিকে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে নিরাপত্তা ম্যানেজার পল স্লোয়ি বলেন, 'আমার প্রাথমিক কাজ ছিল আগামী জানুয়ারিতে প্রস্তাবিত সিরিজটির নিরাপত্তার বিষয়টি পর্যবেক্ষণ করা। এটি বলতে আমি খুশি যে, আমি যা দেখেছি, সেখানে আমাদের কাছে উপস্থাপন করা নিরাপত্তা পরিকল্পনা এবং প্রোটোকলগুলো খুবই সন্তোষজনক। আমার কোন সন্দেহ নেই যে সেই পরিকল্পনাগুলো যদি লেখা হয় এবং আলোচনা করা হয়েছে সেভাবে প্রয়োগ করা হয়, তাহলে কোনো ধরনের অপ্রিয় ঘটনা ঘটবে না। আমি পুরো আয়োজনের ওপর অত্যন্ত খুশি, এয়ারপোর্ট, হোটেল, প্র্যাকটিস ভেন্যু থেকে ম্যাচের ভেন্যু সবকিছু নিয়ে। '

এর আগে বুধবার সকালে মিরপুরের হম অব ক্রিকেট এবং রাজধানীর এভার কেয়ার হাসপাতাল পরিদর্শন করেন ড. অক্ষয় মানসিং ও পল স্লোয়ি।

বাংলাদেশ সময়: ১৯৫৭ ঘণ্টা, ডিসেম্বর ০২, ২০২০
আরএআর/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।