ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

উইলিয়ামসনের সেঞ্চুরির অপেক্ষায় প্রথম দিন শেষ করল কিউইরা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২২ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২০
উইলিয়ামসনের সেঞ্চুরির অপেক্ষায় প্রথম দিন শেষ করল কিউইরা

নিউজিল্যান্ড বনাম ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার প্রথম টেস্টের প্রথম দিন মাঠে গড়িয়েছে। যেখানে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২ উইকেট হারিয়ে ২৪৩ রানে দিন শেষ করেছে কিউইরা।

৯৭ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন অধিনায়ক কেন উইলিয়ামসন।

বৃহস্পতিবার (০৩ ডিসেম্বর) হ্যামিল্টনে মাঠে নামে দুদল। তবে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি স্বাগতিকদের। দলীয় ১৪ রানে শ্যানন গ্যাব্রিয়েলের বলে ব্যক্তিগত ৫ রানে ফেরেন ওপেনার উইল ইয়ং। কিন্তু দ্বিতীয় উইকেট জুটিতেই ঘুরে দাঁড়ায় দলটি। উইলিয়ামসনের সঙ্গে ১৫০ রানের জুটি গড়েন আরেক ওপেনার টম ল্যাথাম।

সেঞ্চুরির আক্ষেপ নিয়ে অবশ্য বিদায় নেন ল্যাথাম। ১৮৪ বলে ১২টি চার ও একটি ছক্কায় ৮৬ করে কেমার রোচের বলে বোল্ড হন এই বাঁহাতি ব্যাটসম্যান। তবে উইকেটে অবিচল থাকেন উইলিয়ামসন। রস টেইলরের সঙ্গে অপরাজিত ৭৫ রানের জুটি গড়ে দিন শেষ করেন। তারকা এ ব্যাটসম্যান ২১৯ বলে ১৬টি চারের সাহায্যে ৯৭ রানের হার না মানা ইনিংস খেলেন। তাকে যোগ্য সঙ্গ দিয়ে ৩১ রানে মাঠ ছাড়েন টেইলর।

বাংলাদেশ সময়: ১৩২২ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।