ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ইনজুরিতে ছিটকে গেলেন শফিউল, বদলি খালেদ

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৪ ঘণ্টা, ডিসেম্বর ৩, ২০২০
ইনজুরিতে ছিটকে গেলেন শফিউল, বদলি খালেদ শফিউল ইসলাম ও খালেদ আহমেদ

পিঠের ইনজুরির কারণে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের মাঝপথ থেকে ছিটকে গেছেন জেমকন খুলনার শফিউল ইসলাম। ফলে এই টুর্নামেন্টে আর খেলা হচ্ছে না ডানহাতি পেসারের।

তার পরিবর্তে দলে নেওয়া হয়েছে আরেক পেসার সৈয়দ খালেদ আহমেদকে।

বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন জেমকন খুলনার ম্যানেজার নাফিস ইকবাল। তিনি জানিয়েছেন, গত ২৬ নভেম্বর মিনিস্টার গ্রুপ রাজশাহীর বিপক্ষে খেলার সময় পিঠে আঘাত পান শফিউল। তাকে পর্যবেক্ষণে রাখেন ফিজিও। পরে তার অবস্থা উন্নতি না হলে বাদ দেওয়া হয়। এই টুর্নামেন্টে দুই ম্যাচ খেলে শফিউল দুই উইকেট নিয়েছেন।  

শফিউলের পরিবর্তে প্লেয়ার ড্রাফট থেকে সৈয়দ খালেদ আহমেদকে দলে নেয় খুলনা। তবে এখনই দলে যোগ দিতে পারবেন না তিনি। তার করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। ফলাফল নেগেটিভ আসলে দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

বাংলাদেশ সময়: ১৮৩৪ ঘণ্টা, ডিসেম্বর ০৩, ২০২০
আরএআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।