ঢাকা, শুক্রবার, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

ইনিংস ব্যবধানে জয়ের সুবাস পাচ্ছে নিউজিল্যান্ড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৫ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০২০
ইনিংস ব্যবধানে জয়ের সুবাস পাচ্ছে নিউজিল্যান্ড ছবি: সংগৃহীত

হ্যামিল্টন টেস্টের তৃতীয় দিন শেষে জয়ের সুবাস পাচ্ছে নিউজিল্যান্ড। ফলোঅনে নেমে দিনশেষে ৬ উইকেট হারিয়ে ১৯৬ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ।

স্বাগতিকদের আবারও ব্যাটিংয়ে নামতে বাধ্য করতে এখনও ১৮৫ রান করতে হবে ক্যারিবীয়দের।

দ্বিতীয় দিনশেষে বিনা উইকেটে ৪৯ রান তোলা উইন্ডিজ আজ ব্যাটিংয়ে নামার আগেই বৃষ্টি হানা দেয়। দেরিতে খেলা শুরু হওয়ার পর কিউই বোলারদের তোপের মুখে পড়ে যান সফরকারী দলের ব্যাটসম্যানরা। প্রথম ১০ ওভারেই দলটি ৪ উইকেট হারায়। এরপর টানা উইকেট পতন চলতেই থাকে। শেষ পর্যন্ত নিজেদের প্রথম ইনিংসে মাত্র ১৩৮ রান তুলতেই গুটিয়ে যায় হোল্ডারবাহিনী। দলের হয়ে সর্বোচ্চ ২৬ রান আসে ওপেনার জন ক্যাম্পবেলের ব্যাট থেকে। দ্বিতীয় সর্বোচ্চ ২৫ রান নিয়ে অপরাজিত থাকেন অধিনায়ক হোল্ডার।

বল হাতে ক্যারিবীয়দের কাছে দুর্বোধ্য হয়ে ওঠা কিউই পেসার টিম সাউদি একাই নেন ৪ উইকেট। ২টি করে উইকেট যায় অন্য দুই পেসার কাইল জেমিয়েসন ও নেইল ওয়াগনার। বাকি উইকেট ট্রেন্ট বোল্টের।

নিজেদের প্রথম ইনিংস শেষে কিউইদের চেয়ে ৩৮১ রানে পিছিয়ে থাকা ক্যারিবীয়রা ফলোঅনে নেমেও খুব একটা সুবিধা করতে পারেনি। মাত্র ২৭ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার পর দলটি ষষ্ঠ উইকেট হারায় দলীয় ৮৯ রানে। এরপর অবশ্য ঘুরে দাঁড়ান জার্মেইন ব্ল্যাকউড এবং আলজারি জোসেফ। দুজনে মিলে ১০৭ রানের জুটি গড়ে অবিচ্ছিন্ন আছেন। ৮০ রানে অপরাজিত আছেন ব্ল্যাকউড এবং ৫৯ রান নিয়ে তাকে সঙ্গ দিচ্ছেন জোসেফ।

বল হাতে কিউইদের হয়ে এখন পর্যন্ত ২ উইকেট নিয়েছেন ওয়াগনার। ১টি করে উইকেট নিয়েছেন সাউদি, বোল্ট, জেমিয়েসন এবং ডেরিল মিচেল।

এর আগে অধিনায়ক কেন উইলিয়ামসনের ২৫১ রানের অনবদ্য ইনিংসে ভর করে নিজেদের প্রথম ইনিংসে ৭ উইকেট হারিয়ে ৫১৯ রান তোলার পর ডিক্লেয়ার করে দেয় নিউজিল্যান্ড। স্বাগতিকদের হয়ে ৮৬ রান আসে টম ল্যাথামের ব্যাট থেকে। এছাড়া ফিফটি পার করে অপরাজিত থাকেন জেমিয়েসন।

বাংলাদেশ সময়: ১৫৪৫ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।