ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

করোনা হানায় পরিত্যক্ত হলো ইংল্যান্ড-দ. আফ্রিকার প্রথম ওয়ানডে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫১ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০২০
করোনা হানায় পরিত্যক্ত হলো ইংল্যান্ড-দ. আফ্রিকার প্রথম ওয়ানডে

স্কোয়াডে করোনা পজিটিভ খেলোয়াড় থাকায় ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম ওয়ানডে দুই দিন পিছিয়ে দেওয়া হয়েছিল। এবার দুই হোটেল স্টাফের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার পর ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হলো।

'ক্রিকবাজ'-এর প্রতিবেদন অনুযায়ী, প্রথম ম্যাচ পিছিয়ে দেওয়ার পর শুক্রবার পুনরায় দক্ষিণ আফ্রিকা দলের সবার করোনা পরীক্ষা করানো হয়। সেই পরীক্ষার ফল নেগেটিভ আসে। এরপর হোটেল স্টাফদের করোনা পরীক্ষা করানো হলে দুজনের পজিটিভ আসে। পরীক্ষা করানো হয় ইংল্যান্ড দলেরও। সেই ফলাফল জানানো হয়নি। এরপর রোববার ম্যাচ শুরুর ৩০ মিনিট আগে বাতিলের ঘোষণা আসে।

৩ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটি শুক্রবার (৪ ডিসেম্বর) কেপটাউনে বাংলাদেশ সময় বিকেল পাঁচটায় মাঠে গড়ানোর কথা ছিল। কিন্তু এর কয়েক ঘণ্টা আগে প্রোটিয়া দলের এক খেলোয়াড়ের করোনা পজিটিভের খবর আসে। এরপর ক্রিকেট দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড ম্যাচটি পিছিয়ে দেওয়ার বিষয়টি জানায়।

নতুন সূচিতে প্রথম ওয়ানডে ম্যাচটি হওয়ার কথা ছিল আজ রোববার। নতুন সূচিতে ভেন্যুতেও বদল আসে। কেপটাউনের বদলে ম্যাচটি পার্লে আয়োজন করার সব আয়োজন চূড়ান্ত ছিল। কিন্তু তার আগে করোনার হানায় এই ভেন্যুতেও গড়ালো না ম্যাচটি।  

এদিকে প্রথম ম্যাচ পিছিয়ে দেওয়ার পর দ্বিতীয় ম্যাচের সূচিতেও পরিবর্তন আনা হয়। রোববারের ম্যাচটি হবে সোমবার। তবে তৃতীয় ম্যাচটি আগের সূচি অনুযায়ী বুধবারেই মাঠে গড়াবে। কিন্তু এই দুই ম্যাচ নিয়েও সংশয় দেখা দিয়েছ। দুটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা কেপটাউনে।  

আগামী বৃহস্পতিবার দক্ষিণ আফ্রিকা ছাড়ার কথা ইংল্যান্ড দলের।

এর আগে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগেও দক্ষিণ আফ্রিকার এক খেলোয়াড়ের করোনা পজিটিভ রেজাল্ট আসে। তখনও আক্রান্ত খেলোয়াড়ের নাম জানানো হয়নি। সিরিজটি ৩-০ ব্যবধানে জিতে যায় ইংল্যান্ড।

বাংলাদেশ সময়: ১৬৫০ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০২০
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।