ঢাকা, বৃহস্পতিবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

টি-টোয়েন্টিতে আইসিসি’র দশক সেরা রশিদ খান

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২০
টি-টোয়েন্টিতে আইসিসি’র দশক সেরা রশিদ খান রশিদ খান

আইসিসি’র দশক সেরা টি-টোয়েন্টি খেলোয়াড় নির্বাচিত হয়েছেন আফগান লেগ-স্পিনার রশিদ খান। গত এক দশকে ৪৮টি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ৬.১৪ ইকোনেমি রেট এবং ১২.৬২ গড়ে ৮৯ উইকেট নিয়েছেন তিনি।

 

০১ জানুয়ারি ২০১১ থেকে ৭ অক্টোবর ২০২০ সালের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে আইসিসির ভোটিং একাডেমির সাংবাদিক ও সম্প্রচারকদের ভোটে নির্বাচিত করা হয়েছে দশকের এই সেরা টি-টোয়েন্টি খেলোয়াড়।

রশিদ ছাড়াও দশকের সেরা টি-টোয়েন্টি খেলোয়াড়ের মনোনয়ন পান অ্যারন ফিঞ্চ (অস্ট্রেলিয়া), ক্রিস গেইল (ওয়েস্ট ইন্ডিজ), বিরাট কোহলি (ভারত), লাসিথ মালিঙ্গা (শ্রীলঙ্কা), রোহিত শর্মা (ভারত) ও ইমরান তাহির (দক্ষিণ আফ্রিকা)।  

বাংলাদেশ সময়: ১৫৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২০
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।