ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশ সফরের আগে করোনা আক্রান্ত উইন্ডিজ অলরাউন্ডার

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৪ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২১
বাংলাদেশ সফরের আগে করোনা আক্রান্ত উইন্ডিজ অলরাউন্ডার

বাংলাদেশ সফরে আসার আগে কোভিড-১৯ পজিটিভ হয়েছেন ওয়েস্ট ইন্ডিজ অলরাউন্ডার রোমারিও শেফার্ড। তার পরিবর্তে ক্যারিবিয়ানদের ওয়ানডে স্কোয়াডে নেওয়া হয়েছে কিয়ন হার্ডিংকে।


 
এই সফর থেকে ছিটকে যাওয়ায় বর্তমানে গায়ানায় নিজের বাড়িতে আইসোলেশনে আছেন রোমারিও।

শুক্রবার (০৮ জানুয়ারি) ওয়েস্ট ইন্ডিজ এক বিজ্ঞপ্তিতে জানায়, সরকারের দেওয়া শর্তাবলী অনুসারে, শেফার্ড গায়ানায় আইসোলেশনে থাকবে।  দুর্ভাগ্যবশত তা দলের সফরের আগে শেষ হবে না।  

তবে সফরকারী দলের অন্যান্য সদস্যদের কোভিড-১৯ নেগেটিভ রেজাল্ট এসেছে নিশ্চিত করেছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট।  

শেফার্ডের পরিবর্তে বাংলাদেশ সফরে আসবেন বার্বাডোসের ২৪ বছর বয়সী পেসার হার্ডিং। তিনি ১৭টি প্রথম শ্রেণির ক্রিকেট খেলে ২৪.১১ গড়ে নিয়েছেন ৫৪ উইকেট।  

তবে তিন ওয়ানডে ও দুই টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ সফরে আসছে না ক্যারিবিয়ানদের অধিকাংশ পরিচিত মুখ। করোনার নিয়ে উদ্বিগ্নতা বা ব্যক্তিগত ভয়ের কারণে জেসন হোল্ডার, কাইরন পোলার্ড, ড্যারেন ব্রাভো, শামারহ ব্রুকস, রোস্টন চেজ, শেল্ডন কটরেল, এভিন লুইস, শাই হোপ, শিমরন হেটমায়ার ও নিকোলাস পুরানের মতো তারকারা নেই এই সফরে।  

ওয়েস্ট ইন্ডিজ ওয়াডেন স্কোয়াড: জেসন মোহাম্মদ (অধিনায়ক), সুনীল আমব্রিস (সহ-অধিনায়ক), এনক্রুমাহ বোনার, জশুয়া দা সিলভা, কিয়ন হার্ডিং, জাহমার হ্যামিল্টন, চেমার হোল্ডার, আকিল হোসেইন, আলঝেরি জোসেফ, কাইল মায়ার্স, আন্দ্রে ম্যাকার্টি, কিয়র্ন ওটলে, রভমেন পাওয়েল, রেইমন রেইফার, হেইডেন ওয়ালস জুনিয়র।

ওয়েস্ট ইন্ডিজ টেস্ট স্কোয়াড: ক্রেইগ ব্রাথওয়েট (অধিনায়ক), জার্মেইন ব্ল্যাকউড (সহ-অধিনায়ক), এনক্রুমাহ বোনার, জন ক্যাম্পবেল, রাহকিম কর্নওয়েল, জশুয়া দা সিলভা, শ্যানন গাব্রিয়েল, কাভিম হজ, আলঝেরি জোসেফ, কাইল মায়ার্স, শেনে মোসেলে, ভিরাসাম্মি পার্মল, কেমার রোচ, রেইমন রেইফার, জোমেল ওয়ারিকেন।  

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজে পূর্ণাঙ্গ সূচি

জানুয়ারি ২০: প্রথম ওয়ানডে, শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম, ঢাকা
জানুয়ারি ২২: দ্বিতীয় ওয়ানডে, শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম, ঢাকা
জানুয়ারি ২৫: দ্বিতীয় ওয়ানডে, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম

জানুয়ারি ২৮-৩১: চারদিনের ওয়ার্ম-আপ, এম.এ. আজিজ স্টেডিয়াম, চট্টগ্রাম

ফেব্রুয়ারি ৩-৭: প্রথম টেস্ট, জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম
ফেব্রুয়ারি ১১-১৫: দ্বিতীয় টেস্ট, শেরে বাংলা জাতীয় স্টেডিয়াম, ঢাকা

বাংলাদেশ সময়: ১০১৫ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২১
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।