ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

আইসিসির দশক সেরা ওয়ানডে একাদশের ‘স্মারক’ পেলেন সাকিব

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৩ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২১
আইসিসির দশক সেরা ওয়ানডে একাদশের ‘স্মারক’ পেলেন সাকিব ‘স্মারক ক্যাপ’ বুঝে পেলেন সাকিব আল হাসান।

গত ২৭ ডিসেম্বর বিগত এক দশকের সেরা ক্রিকেট একাদশ প্রকাশ করে আইসিসি। যেখানে গত এক দশকের সেরা ওয়ানডে একাদশে একমাত্র বাংলাদেশি ক্রিকেটার হিসেবে স্থান পান সাকিব আল হাসান।

এবার বিশ্বসেরা এই অলরাউন্ডার এই একাদশের ‘স্মারক ক্যাপ’ বুঝে পেলেন।

রোববার (১৭ জানুয়ারি) নিজের অফিসিয়াল ফেসবুক পেজে সাকিব এমনটি নিশ্চিত করেন। সেই স্মারক ক্যাপটি পরে দেশসেরা এই ক্রিকেটার একটি ছবি পোস্ট করেন। আর ক্যাপশনে লিখেন, অবশেষে ক্যাপটি পেলাম।

এই একাদশে ভারতের সবচেয়ে বেশি ৩ জন জায়গা পেয়েছেন, দুই জন করে আছেন অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা থেকে। নিউজিল্যান্ড, ইংল্যান্ড, শ্রীলঙ্কা ও বাংলাদেশের আছেন ১ জন করে।

১ জানুয়ারি ২০১১ থেকে ৭ অক্টোবর ২০২০ সালের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে আইসিসির ভোটিং একাডেমির সাংবাদিক ও সম্প্রচারকদের ভোটে নির্বাচিত করা হয়েছে এই দল।

দশক সেরা একাদশে সাকিবের জায়গা পাওয়াটা অনুমিতই ছিল। কারণ এই সময়ে তিনি ১০৪টি ওয়ানডে খেলে৪০.৫৬ গড়ে ৪ সেঞ্চুরিতে রান করেছেন তিন হাজার ৪৮৯। বাঁহাতি স্পিনে ৩১.৬১ গড়ে উইকেট নিয়েছেন ১৩১টি। ইংল্যান্ডে হওয়া সবশেষ বিশ্বকাপে তিনি ছিলেন অনবদ্য ও সেরা ফর্মে। গত ওয়ানডে বিশ্বকাপে ৮ ইনিংস খেলে ৮৬.৫৬ গড়ে ও ৯৬.০৩ স্ট্রাইক রেটে ৬০৬ রান করেন তিনি। বল হাতে উইকেট ১১টি। বিশ্বকাপ ইতিহাসের সেরা অলরাউন্ড পারফরম্যান্সের নজির এটাই। এমনকি এক আসরে ১০ উইকেটের পাশে ৪০০ রানের অনন্য কীর্তিও গড়েন তিনি, যা আগে আর ছিল না কারও।

আইসিসির দশক সেরা ওয়ানডে একাদশ: রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্স, সাকিব আল হাসান, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক), বেন স্টোকস, মিচেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট, ইমরান তাহির ও লাসিথ মালিঙ্গা।

বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, জানুয়ারি ১৭, ২০২০
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।