ঢাকা, বৃহস্পতিবার, ২০ অগ্রহায়ণ ১৪৩১, ০৫ ডিসেম্বর ২০২৪, ০২ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

প্রস্তুতি ম্যাচের বিসিবি দলে রাব্বি-সাইফ-সাদমান

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২১
প্রস্তুতি ম্যাচের বিসিবি দলে রাব্বি-সাইফ-সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৩ দিনের প্রস্তুতি ম্যাচের জন্য ১৪ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।  

শুক্রবার (২২ জানুয়ারি) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দল ঘোষণা করে বিসিবি।

বিসিবি একাদশের অধিনায়কত্ব করবেন নুরুল হাসান সোহান। আসন্ন টেস্ট সিরিজের প্রাথমিক স্কোয়াডের ৫ জন ক্রিকেটার এই দলে রয়েছেন। সোহান ছাড়া বাকি চার জন হলে- সাইফ হাসান, সাদমান ইসলাম, ইয়াসির আলী চৌধুরী রাব্বি ও সৈয়দ খালেদ আহমেদ এই দলে রয়েছেন।  

চট্টগ্রামের এম এ আজিজ স্টেডিয়ামে আগামী ২৯ জানুয়ারি অনুষ্ঠিত হবে তিন দিনের প্রস্তুতি ম্যাচ। এরপর ৩ ফেব্রুয়ারি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। ১১ ফেব্রুয়ারি মিরপুরে হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।

বিসিবি দল: নুরুল হাসান সোহান (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, আকবর আলী, তৌদিহ হৃদয়, মুকিদুল ইসলাম মুগ্ধ, শাহীন আলম, রিশাদ হোসেন, সাইফ হাসান, সাদমান ইসলাম, ইয়াসির আলী চৌধুরী রাব্বি, শাহাদাত হোসেন দিপু, নাঈম শেখ, শরিফুল ইসলাম ও সৈয়দ খালেদ আহমেদ।  

বাংলাদেশ সময়: ১৯০১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২১
আরএআর/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।