ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

ক্রিকেট

ওয়ানডে সিরিজ খেলতে মে মাসে বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২১
ওয়ানডে সিরিজ খেলতে মে মাসে বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে আগামী মে মাসে বাংলাদেশ সফর করছে শ্রীলঙ্কান ক্রিকেট দল। আর এই সিরিজটি বিশ্বকাপ সুপার লিগের অংশ।

বুধবার (০২ ফেব্রুয়ারি) ক্রিকবাজকে ব্যাপারটি নিশ্চিত করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। তিনি বলেন, ‘শ্রীলঙ্কা দল আগামী মে মাসে তিনটি ওয়ানডে খেলতে আসবে। এটা বিশ্বকাপ সুপার লিগের অংশ। ’

আকরাম আরও জানান, এর আগে শ্রীলঙ্কা সফরে দুটি টেস্ট স্থগিত করা হয়েছিল। তবে এই সিরিজের পরই সে ব্যাপারে আলোচনা করা হবে।

তিনি বলেন, ‘আমরা আগে অথবা পরে শ্রীলঙ্কা সফরের ব্যাপারে আশা করছি। তবে দিন-তারিখ এখনও নিশ্চিত হয়নি।

এদিকে আগামী জুন-জুলাইয়ে জিম্বাবুয়ে সফরের ব্যাপারটিও এখনও নিশ্চিত হয়নি। যেখানে এই সফরে দুটি টেস্ট, তিন ম্যাচের ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি রয়েছে। -যোগ করেন আকরাম।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।