ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানকে চালকের আসনে বসালেন হাসান-নুমান

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২১
পাকিস্তানকে চালকের আসনে বসালেন হাসান-নুমান

রাওয়ালপিন্ডি টেস্টের প্রথম ইনিংসে পাকিস্তানের মাঝারি মানের সংগ্রহকেও দক্ষিণ আফ্রিকার কাছে বিশাল বানিয়ে দিলেন নুমান আলী, হাসান আলীরা। ফলে দ্বিতীয় দিন শেষে স্বস্তি নিয়ে মাঠ ছাড়তে পারেনি সফরকারীরা।

শুক্রবার (৫ ফেব্রুয়ারি) সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে নিজেদের প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৪ উইকেটে ১০৬ রান। এখনও ১৬৬ রানে এগিয়ে আছে পাকিস্তান।

৩ উইকেটে ১৪৫ নিয়ে প্রথম দিনের খেলা শেষ করা পাকিস্তান আজ নিজেদের প্রথম ইনিংস শেষ করেছে ২৭২ রানে। আগের দিন ৭৭ রানে অপরাজিত থাকা বাবর আজম আজ আর কোনো রান যোগ করার আগেই বিদায় নেন। ফিফটির দিকে ছুটতে থাকা ফাওয়াদ আলম (৪৫) শিকার হন রান আউটের। এরপর বলার মতো রান আসে শুধু ফাহিম আশরাফের (৭৮*) ব্যাট থেকে।  

বল হাতে একাই ৫ উইকেট তুলে নিয়েছেন প্রোটিয়া পেসার নরকিয়া। ৩ উইকেট গেছে কেশভ মহারাজের ঝুলিতে।  

জবাবে ব্যাট করতে নেমে ২৬ রানেই ২ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। দুই উইকেটই যায় হাসান আলীর দখলে। এরপর কিছুটা প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করেন এইডেন মার্করাম ও ফাফ ডু প্লেসি। কিন্তু দলকে ৫৫ রানে রেখে বিদায় নেন ডু প্লেসি (১৭), ইনিংস লম্বা করতে পারেননি মার্করামও (৩২)।

দক্ষিণ আফ্রিকার মূল ভরসা ২৪ রান নিয়ে অপরাজিত থেকে মাঠ ছাড়া অধিনায়ক কুইন্টন ডি কক। সঙ্গে আছেন নাইটওয়াচম্যান টেম্বা বাভুমা (১৫*)।

হাসানের ২ উইকেটের পাশাপাশি ১টি করে উইকেট তুলে নিয়েছেন ফাহিম ও নুমান।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।