ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্রিকেট

কর্নওয়ালের শিকার মুশফিক, মুমিনুলের ফিফটি

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২১
কর্নওয়ালের শিকার মুশফিক, মুমিনুলের ফিফটি ছবি: সংগৃহীত

সকালটা ভালোভাবেই শুরু করেছিলেন মুশফিকুর রহিম ও মুমিনুল হক। দুজনে মিলে খেলছিলেন সাবলীলভাবে।

কিন্তু ক্যারিবীয় স্পিনার রাকিম কর্নওয়ালের করা দিনের দশম ওভারের প্রথম বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে বিদায় নেন মুশফিক। এরপর নিজের চতুর্দশ টেস্ট ফিফটি তুলে নেন মুমিনুল হক।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত চলতি টেস্টের চতুর্থ দিনে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ ৮৩ রান, লিড ২৫৪ রানের।

কর্নওয়ালের নিচু হয়ে আসা লেন্থ বলে কাট করতে চেয়েছিলেন মুশফিক। কিন্তু বল তার প্যাডে লাগে। বোলারের আবেদনে সাড়া দিয়ে আউট দিয়ে দেন আম্পায়ার। রিভিও নেন মুশি। কিন্তু বল লাইনের কিছুটা বাইরে থেকে ভেতরে ঢুকলেও মাঠের আম্পায়ারের সিদ্ধান্ত বহাল থাকে। বিদায়ের আগে ১৮ রানের ইনিংস খেলেন মুশফিক।  

মুশফিকের বিদায়ের এক ওভার পরে সেই কর্নওয়ালের বলেই লং অফে পুশ করে ফিফটি তুলে নেন মুমিনুল। টেস্ট ক্রিকেটে এটি তার চতুর্দশ ফিফটি। ৮৪ বল খেলে ফিফটি ছোঁয়ার পথে তিনি বাউন্ডারি হাঁকিয়েছেন ৫টি।  

এর আগে প্রথম ইনিংসে বাংলাদেশের করা ৪৩০ রানের বিশাল সংগ্রহের জবাবে ২৫৯ রানে শেষ হয় উইন্ডিজের প্রথম ইনিংস।  

বাংলাদেশ সময়: ১০৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।