ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্রিকেট

প্রীতি ক্রিকেট ম্যাচ খেললেন রাজশাহী ও খুলনার সাংবাদিকরা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ৬, ২০২১
প্রীতি ক্রিকেট ম্যাচ খেললেন রাজশাহী ও খুলনার সাংবাদিকরা

রাজশাহী: রাজশাহী ও খুলনায় কর্মরত সাংবাদিকদের মধ্যে একটি প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে জয় পেয়েছে রাজশাহী।

দল দু’টি হলো- ‘রাজশাহী গ্ল্যাডিয়েটর’ ও  ‘খুলনা টাইগার্স’।

শনিবার (৬ ফেব্রুয়ারি) সকালে রাজশাহী জেলা মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে এ প্রীতি ক্রিকেট টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হয়। টসে জিতে রাজশাহীকে ব্যাটিংয়ে পাঠায় খুলনা। স্বাগতিক রাজশাহী ব্যাট করতে নেমে ১৯.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে তোলে ১৩২ রান। দলের পক্ষে মিলন ৩৮, শাহাজাদা ২৮ ও লেলিন ১৪ রান করেন। বিপক্ষে মতি ১৩, রকি ২২ ও শাহিন ২৬ রানে দু’টি করে উইকেট নেন।

সফররত খুলনা টাইগার্স ১৩৩ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে ৯ উইকেটে গুটিয়ে যায়। দলের পক্ষে মতি ১১ রান করেন। বিপকেশ লেলিন ৯ রানে তিনটি উইকেট নেন। রাজশাহীর লেলিন ম্যাচ সেরা হন।

খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ দলের মধ্যে ট্রফি বিতরণ করেন রাজশাহী সদর আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।

এ সময় তিনি বলেন, আজ সাংবাদিকরাও খেলাধুলায় ব্যস্ত হয়ে পড়েছেন। এ থেকেই বোঝা যায় খেলাধুলায় প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, রাজশাহী গ্ল্যাডিয়েটর’র ওনার কাজী শাহেদ, বিএফইউজের সাবেক সহ-সভাপতি মামুন-অর-রশিদ ও রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি শরীফ সুমন।

এর আগে খুলনায় খেলতে গিয়েছিল রাজশাহীর এ দলটি। সেখানেও জয় পায় রাজশাহী।

বাংলাদেশ সময়: ১৫৪৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৬, ২০২১
এসএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।