ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

ক্রিকেট

বাংলাদেশি বোলারদের চাপ বাড়াচ্ছে উইন্ডিজ

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২১
বাংলাদেশি বোলারদের চাপ বাড়াচ্ছে উইন্ডিজ চতুর্থ উইকেট জুটিতে ১০০ রান করে বাংলাদেশি বোলারদের চাপ বাড়িয়েছেন এনক্রুমাহ বোনার ও কায়েল মায়ার্স। ছবি: সোহেল সরওয়ার

চতুর্থ উইকেট জুটিতে ১০০ রান করে বাংলাদেশি বোলারদের চাপ বাড়িয়েছেন এনক্রুমাহ বোনার ও কায়েল মায়ার্স। ৩৯৫ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নামা উইন্ডিজরা দ্বিতীয় ইনিংসে লড়ছে।

রোববার (০৭ ফেব্রুয়ারি) এ প্রতিবেদন লেখা পর্যন্ত দ্বিতীয় ইনিংসে ৩ উইকেট হারিয়ে ১৬৩ রান করেছে ক্যারিবীয়রা। এনক্রুমাহ বোনার ২৬ ও কায়েল মায়ার্স ৭৪ রানে অপরাজিত রয়েছেন।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথমটিতে বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে ৪৩০ রান করেছিল। জবাবে ২৫৯ রানে অলআউট হয় সফরকারীরা। পরে টাইগাররা নিজেদের দ্বিতীয় ইনিংসে ৮ উইকেট হারিয়ে ২২৩ রানে ইনিংস ঘোষণা করে।

বাংলাদেশ সময়: ১০৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।