ঢাকা, মঙ্গলবার, ১৯ ভাদ্র ১৪৩১, ০৩ সেপ্টেম্বর ২০২৪, ২৮ সফর ১৪৪৬

ক্রিকেট

দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন আর্চার

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২১
দ্বিতীয় টেস্ট থেকে ছিটকে গেলেন আর্চার জোফরা আর্চার

ভারতের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্ট খেলা হচ্ছে না জোফরা আর্চারের। কনুইয়ে চোট পেয়ে ছিটকে গেছেন এই ইংলিশ পেসার।

 

এই সপ্তাহের শুরুতে চেন্নাইয়ে স্বাগতিক ভারতের বিপক্ষে প্রথম টেস্টে ইংল্যান্ডের ২২৭ রানে জয়ের ম্যাচে ৩০.১ ওভার বল করেন আর্চার। তার জন্য ডান কনুইয়ে ২৫ বছর বয়সী পেসারকে ব্যথানাশক ইঞ্জেকশনও নিতে হয়।  

আর্চারের পরিবর্তে সফরকারীদের দলে দেখা যেতে পারে ওয়ার্কশায়ার পেসার ওলি স্টোনকে। এই ২৭ বছর বয়সী তারকা এখন পর্যন্ত টেস্ট খেলেছেন মাত্র একটি। ২০১৯ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের হয়ে সাদা পোশাকের ক্রিকেটে অভিষেক হয় স্টোনের।  

ভারত-ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে শনিবার (১৩ ফেব্রুয়ারি), চেন্নাইয়ে।  

বাংলাদেশ সময়: ১১৩২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২১
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।