ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

নিজের এক ওভারেই সৌম্য-শান্তকে ফেরালেন গ্যাব্রিয়েল

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২১
নিজের এক ওভারেই সৌম্য-শান্তকে ফেরালেন গ্যাব্রিয়েল ছবি: শোয়েব মিথুন

বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানের পরিবর্তে ঢাকা টেস্টে সুযোগ পেয়েছেন সৌম্য সরকার। কিন্তু সুযোগটা কাজে লাগাতে পারলেন না তিনি।

 

তামিম ইকবালের সঙ্গে ওপেনিংয়ে নেমে ব্যক্তিগত রানের খাতা খোলার আগেই বিদায় নেন সৌম্য। নিজের দ্বিতীয় ওভার করতে এসে উইকেট তুলে নেন শ্যানন গ্যাব্রিয়েল। একই ওভারে তিনি ফিরিয়েছেন নাজমুল হাসান শান্তকেও। প্রথম বলে ৪ মারলেও দ্বিতীয় বলেই ক্যাচ তুলে দেন শান্ত।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ ওভারে ২ উইকেট হারিয়ে ১৪ রান করেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে আছেন তামিম (৮) ও অধিনায়ক মুমিনুল হক (২)।  

শুক্রবার (১২ ফেব্রুয়ারি) মিরপুরে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয়দিন শুরু করে ক্যারিবিয়ানদের প্রথম ইনিংস থামে ৪০৯ রানে।  

বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২১
ইউবি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।