ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

মুমিনুলের পর তামিমের বিদায়, বিপদে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২১
মুমিনুলের পর তামিমের বিদায়, বিপদে বাংলাদেশ ছবি: শোয়েব মিথুন

দলকে বিপর্যয়ে রেখে সাজঘরে ফিরেছেন মুমিনুল হক। ব্যক্তিগত ২১ রানে রাহকীম কর্নওয়ালের বলে উইকেটরক্ষক জশুয়া ডি সিলভার গ্লাভসে বন্দী হন তিনি।

 

বাংলাদেশ অধিনায়ক বিদায়ের পরপরই সেট হয়েও সাজঘরে ফিরেছেন ওপেনার তামিম ইকবাল (৪৪)। ফিফটি থেকে ৬ রান দূরে থাকতে আলঝেরি জোসেফের বলে শেন মোসলের হাতে বন্দী হন তিনি।  

এর আগে নিজের দ্বিতীয় ওভার করতেই এসেই ওপেনার সৌম্য সরকার (০) ও নাজমুল হাসান শান্তকে (৪) সাজঘরে ফেরান শ্যানন গ্যাব্রিয়েল।  

এই প্রতিবেদন লেখা পর্যন্ত প্রথম ইনিংসে ১৬ ওভারে ৪ উইকেট হারিয়ে ৭১ রান করেছে বাংলাদেশ। ব্যাটিংয়ে আছেন মুশফিকুর রহিম (০) ও মোহাম্মদ মিঠুন (০)। স্বাগতিকরা এখনও পিছিয়ে আছে ৩৩৮ রানে।   

এর আগে শুক্রবার (১২ ফেব্রুয়ারি) মিরপুরে সিরিজের দ্বিতীয় টেস্টের দ্বিতীয়দিন শুরু করে ক্যারিবিয়ানদের প্রথম ইনিংস থামে ৪০৯ রানে।  

বাংলাদেশ সময়: ১৪৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২১
ইউবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।