ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

মাগুরায় শেখ রাসেল টি-২০ টুর্নামেন্টের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২১
মাগুরায় শেখ রাসেল টি-২০ টুর্নামেন্টের উদ্বোধন টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্ধোধন। ছবি: বাংলানিউজ

মাগুরা: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মাগুরায় শেখ রাসেল টি-২০ ক্রিকেট টুর্নামেন্টের উদ্ধোধন করা হয়েছে।
 
শুক্রবার (১৯ ফেব্রয়ারি) থেকে মাগুরা বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে এ টুর্নামেন্টের উদ্ধোধন করা হয়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সকাল ১০টার দিকে টুর্নামেন্টটির উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।  

মাগুরা জেলা প্রশাসক (ডিসি) ড. আশরাফুল আলমের সভাপতিত্বে উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাসুদেব কুণ্ডু, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আশরাফুল আলম বাবুল ফকির, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক হাজী মকবুল হোসেন, ক্রিকেট উপ-কমিটির আহ্বায়ক রানা আমির ওসমান প্রমুখ।

সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখরের পৃষ্ঠপোষকতায় ও জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় এ টুর্নামেন্ট অনুষ্ঠিত হচ্ছে।  

খেলায় অংশ নিচ্ছে আছাদুজ্জামান ক্রিকেট একাডেমি, ভায়না ক্রিকেট ক্লাব, স্কাইহার্ট ক্রিকেট ক্লাব ও বাবু স্মৃতি সংসদ। শুক্রবার উদ্বোধনী খেলায় ভায়না ক্রিকেট ক্লাব ও আছাদুজ্জামান ক্রিকেট একাডেমি অংশ নেয়। টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী ২৭ ফেব্রুয়ারি।

এর আগে গত ১৩ ফেব্রুয়ারি টুর্নামেন্টের ট্রফি উন্মোচন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর।

বাংলাদেশ সময়: ২১৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২১
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।