ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

আইপিএল নয়, তার কাছে দেশ ও পরিবার আগে

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২১
আইপিএল নয়, তার কাছে দেশ ও পরিবার আগে মার্ক উড/ছবি: সংগৃহীত

আইপিএলে সুযোগ পাওয়া মানে একজন ক্রিকেটারের জন্য আজীবনের স্বপ্ন পূরণের মতো ব্যাপার। একে তো বিপুল অঙ্কের অর্থের হাতছানি, সেই সঙ্গে আবার সবচেয়ে জাঁকজমকপূর্ণ ক্রিকেটের অংশ হওয়ার সুযোগ।

কিন্তু 'জীবন বদলে দেওয়া' সুযোগ পাওয়ার চেয়ে ইংলিশ পেসার মার্ক উডের কাছে দেশ ও পরিবার গুরুত্বের দিক থেকে আগে।

আইপিএল-২০২১ এর নিলাম শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে ড্রাফট থেকে নিজের নাম প্রত্যাহার করে দেন উড। পরে এই সিদ্ধান্তের ব্যাখ্যায় তিনি বলেন, 'আমি নিলামে যেতে চাইনি এবং আমি চাইনি যে পরে কোনো দল আমাকে নিয়ে বিপাকে পড়ুক। আমার মতে এটা ঠিক হতো না। ' 

আসলে কয়েকটা বিষয় এখানে কাজ করেছে। প্রথমত আমার পরিবার। তাদের ছেড়ে ভারতেই আমাকে ৬ সপ্তাহ কাটাতে হবে এবং আইপিএল যোগ করলে আরও ৮ সপ্তাহ। আমরা করোনা মহামারির মতো অদ্ভুত পরিস্থিতিতে পড়েছি এবং এ কারণে ইংল্যান্ডের হয়ে খেললেও আগের মতো পরিবারের সঙ্গে দেখা হচ্ছে না আমাদের। এজন্য আমি ফ্রি থাকতে চাই। বাড়ি ফিরে নিজেকে দ্বিতীয় মৌসুমের জন্য তৈরি রাখতে চাই, যা অবশ্যই ইংল্যান্ডের জন্য। '

'সামনে আমাদের অনেক ক্রিকেট খেলতে হবে। আমি চাই বছরের শেষদিকে বিশ্বকাপ, অ্যাশেজ এবং ঘরের মাঠে ভারতের বিপক্ষে সিরিজের আগে আমি মানসিক ও শারীরিকভাবে ফিট থাকতে। এমনিতেই অনেকদিন বাড়ির বাইরে আছি। ফলে বাকি সময়টা আমি পরিবারকে দিতে চাই। '

আইপিএলের হাতছানি উপেক্ষা করা নিয়ে উডের বক্তব্য, 'প্রথমে আমি আগ্রহ দেখিয়েছিলাম কারণ মনে হচ্ছিল সেখানে খেললে ক্রিকেটার হিসেবে আরও উন্নতি হবে আমার এবং আমার আয় বাড়ানোর একটা বড় সুযোগ তৈরি হবে। এটা আমার জন্য বিশাল সুযোগ হতে পারতো। যদিও সেখানে জীবন বদলে দেওয়া অর্থ আয় করতে পারতাম, কিন্তু আমি আমার সিদ্ধান্ত নিয়ে খুশি এবং আশা করি এটা আমার কাজে দেবে। '

'অবশ্যই আইপিএলে অনেকেই মোটা অঙ্কের অর্থ পাচ্ছেন এবং তাদের জন্য এটা দারুণ ব্যাপার। এটা জীবন বদলে দেওয়ার মতো অর্থ, ফলে নাম প্রত্যাহার করে নেওয়া আমার জন্য কঠিন ছিল। তাছাড়া অর্থ ছাড়াও সেখানে খেলে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো করার সুযোগ থাকবে। ' 

'গত আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে মাত্র এক ম্যাচ খেলেছিলাম। ফলে আমার আরও ম্যাচ খেলার ইচ্ছে তো ছিলই। কিন্তু আমার মনে হয় সময়টা ঠিক নয়। ফলে আমি সিদ্ধান্ত নিয়ে ফেলি। সবাই যার যার নিজের সিদ্ধান্ত নেয়, কিন্তু আমার জন্য এখন সবার আগে শুধুই পরিবার আর দেশ,' শেষ করেন তিনি।

আইপিএল ছাড়াই উডের সামনে অনেক ক্রিকেট পড়ে আছে। ইংল্যান্ড স্কোয়াডের সঙ্গে আগামী কয়েক সপ্তাহ ভারতেই থাকবেন তিনি। আগামী গ্রীষ্মের শেষদিকে একই দলের বিপক্ষে আরও ৫ টেস্টের সিরিজ আছে। এরপর ভারতেই টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষে অস্ট্রেলিয়ায় অ্যাশেজ সিরিজ।  

বাংলাদেশ সময়: ১১২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২১
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।