ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

ক্রিকেট

করোনায় আক্রান্ত লঙ্কান পেসার লাহিরু

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২১
করোনায় আক্রান্ত লঙ্কান পেসার লাহিরু লাহিরু কুমারা

করোনা ভাইরাসের আক্রান্ত হয়েছেন শ্রীলঙ্কান পেসার লাহিরু কুমারা। তবে দুঃখজনকভাবে লঙ্কানদের ওয়েস্ট ইন্ডিজ সফরের আগেই তিনি কোভিড-১৯ পজিটিভ হলেন।

সোমবার (২২ ফেব্রুয়ারি) এক বিবৃতির মাধ্যমে এমনটি নিশ্চিত করে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ড।

বিবৃতিতে বলা হয়, গতকাল করা পিসিআর টেস্টে তার আক্রান্তের খবর পাওয়া যায়। এর ফলে লাহিরু কুমারাকে এখন সরকারের কোভিড-১৯ স্বাস্থ্য প্রটোকলে থাকতে হবে।

ক্যারিবীয় সফরে লঙ্কানরা সাদা বলের ক্রিকেট দিয়ে শুরু করবে। যেখানে আগামী ৩ থেকে ১৪ মার্চ পর্যন্ত তিন ম্যাচের টি-টোয়েন্টি ও সমান ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে। দ্রুতই হয়তো দলটি সেখানে উড়াল দেবে। তবে রঙ্গিন পোশাকে খেলতে না পারলেও সঠিক সময়ে সুস্থ হওয়া সাপেক্ষে তিনি টেস্ট দলে যোগ দিতে পারেন।

বাংলাদেশ সময়: ১৩৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২২, ২০২১
এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।